রোনালদো যে অনুশীলনে হোঁচট খান, বেনজেমা এখন সেটিই করছেন

বেনজেমা ও রোনালদো—যখন রিয়ালে সতীর্থফাইল ছবি

ফ্রান্সের হয়ে চোটের কারণে বিশ্বকাপ খেলতে পারেননি করিম বেনজেমা। চোট কাটিয়ে ফাইনালের আগে ফিরেছিলেন, কিন্তু কোচ দিদিয়ের দেশম তাঁকে খেলাননি। সেটি নিয়ে জল ঘোলাও কম হয়নি। বেনজেমা নাকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগেই শারীরিকভাবে ফিট হয়ে গিয়েছিলেন। তবুও দেশম তাঁকে ফেরাননি। অথচ ফেরার সুযোগ ছিল। বিশ্বকাপের আগে চোটে পড়ায় স্কোয়াডে তাঁর জায়গায় নতুন কোনো খেলোয়াড় নেওয়া হয়নি। ফাইনালের পরদিন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ব্যালন ডি’অর জয়ী বেনজেমা।

রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা
ছবি: এএফপি

৩৫ বছর বয়সে বেনজেমা এখন নিজেকে ফিট রাখতে পরিশ্রম করে চলেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে দুর্দান্ত ছিলেন। চ্যাম্পিয়নস লিগ জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ফরাসি তারকার। সব ধরনের ফুটবল মিলিয়ে তাঁর গোলসংখ্যা ছিল ৪৪। ক্যারিয়ারে এক মৌসুমে আর কখনোই তিনি এত গোল করেননি। ব্যালন ডি’অরের যোগ্য প্রার্থীই ছিলেন তিনি। বেনজেমা এখন ফিটনেস নিয়েও নিজের লক্ষ্য স্থির করেছেন। তাঁর ব্যক্তিগত ট্রেনার হাভিয়ের আতালায় জানিয়েছেন, বেনজেমা ফিট থাকতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। সেটি এতটাই যে একটি অনুশীলন আছে, যা ক্রিস্টিয়ানো রোনালদোও ঠিকঠাক করতে পারেননি, কিন্তু বেনজেমা এখন সেটাই করছেন। ফিটনেস ট্রেনিংয়ে নিজেকে অন্য উচ্চতায় তুলে নেওয়ায় আলাদা খ্যাতি আছে রোনালদোর।

ফিটনেস ট্রেনিংয়ে রোনালদোকে পেছনে ফেলছেন করিম বেনজেমা
ছবি: এএফপি

স্পেনের রেডিও মার্কাকে আতায়ালা বলেছেন, ‘করিম ফিটনেসের দিক দিয়ে দিনে দিনে অনেক উন্নতি করে চলেছে। বাড়িতে কিছু করার না থাকলে সে জিমে সময় কাটায়। তার মানসিকতায় এটা গেঁথে গেছে যে ফিটনেসে আরও উন্নতি করতে হবে। বেনজেমা এত কঠোর ট্রেনিং করে যাচ্ছে, যেটি করতে গিয়ে রোনালদোও হোঁচট খান।’ আতায়ালা রোনালদোর সঙ্গেও কাজ করেছেন। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী যখন রিয়াল মাদ্রিদে ছিলেন, সেই সময় তাঁকে খুব কাছ থেকেই দেখেছেন। সেই অভিজ্ঞতা থেকেই এমন মন্তব্য।

বেনজেমা অবশ্য সম্প্রতি চোটে পড়েছেন। সে কারণে বুধবার ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মিসরীয় ক্লাব আল আহলির সঙ্গে রিয়ালের ম্যাচে খেলতে পারবেন না। গত বৃহস্পতিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে পায়ে চোট পেয়েছিলেন। রোববার মায়োর্কার বিপক্ষে ম্যাচে আবারও কুঁচকিতে চোট পান। যদিও বেনজেমার চিকিৎসকেরা জানিয়েছেন, এই চোট থেকে দ্রুত সেরে উঠবেন ফরাসি তারকা।