মেসি পিএসজিতে গিয়েছিলেন ‘ইচ্ছার বিরুদ্ধে’, মায়ামিতে ভেবেচিন্তে

ইন্টার মায়ামিতে সংবাদ সম্মেলনে লিওনেল মেসিছবি: এএফপি

বার্সেলোনার মেসি, পিএসজির মেসি আর ইন্টার মায়ামির মেসি—তিন জায়গায় লিওনেল মেসির সময় কেটেছে ও কাটছে ভিন্ন আবহে। বার্সেলোনায় যখন ছিলেন, আর্জেন্টাইন তারকার মুখে হাসি যেন লেগেই থাকত। মাঠে তাঁকে দেখলেই বোঝা যেত, খেলাটা উপভোগ করছেন।

ইন্টার মায়ামির মেসিও হাসিখুশি আর প্রাণচাঞ্চল্যে ভরপুর। যেন হাসতে হাসতেই খেলছেন তিনি। মাঝে ২০২১ থেকে ২০২৩—দুটি মৌসুম পিএসজিতে খেলেছেন মেসি। সেখানে তাঁকে ঠিক সুখী মনে হয়নি। এবার ইন্টার মায়ামিতে যাওয়ার পর মেসিও জানালেন সেটিই, প্যারিসে ভালো ছিলেন না তিনি।

বাংলাদেশ সময় রোববার লিগস কাপের ফাইনালে নাশভিলের মুখোমুখি হবে মেসির ক্লাব ইন্টার মায়ামি। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেছেন মেসি। যুক্তরাষ্ট্রের ফুটবলে নাম লেখানোর পর এটা তাঁর প্রথম সংবাদ সম্মেলনও।

ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রে মেসির প্রথম সংবাদ সম্মেলন বলেই কিনা প্রশ্নগুলো শুধুই লিগস কাপের ফাইনালে সীমাবদ্ধ থাকেনি। যুক্তরাষ্ট্রের ফুটবলে নাম লেখানো, বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া, ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা—সবকিছু নিয়েই মেসিকে প্রশ্ন করেছেন সাংবাদিকেরা।

আরও পড়ুন

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার প্রসঙ্গে মেসি সেখানে বলেছেন, ‘আমি আসলে পিএসজিতে যেতে চাইনি। আমি বার্সেলোনাই ছাড়তে চাইনি এবং বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার বিষয়টি আমার জন্য খুব কঠিন ছিল।’

ইন্টার মায়ামিতে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাস্যোজ্জ্বল ছিলেন মেসি
ছবি: এএফপি

পিএসজি ছাড়ার আগে মেসির পরবর্তী গন্তব্য হিসেবে মায়ামির পাশাপাশি সৌদি আরবের আল হিলাল, সাবেক ক্লাব বার্সেলোনার নাম শোনা গিয়েছিল। সৌদি আরবের পর্যটন দূত থাকার সুবাদে মধ্যপ্রাচ্যে দেশটিতে পাড়ি দেবেন বলে প্রবল গুঞ্জনও উঠেছিল। তবে আল হিলাল বা বার্সেলোনো নয়, মেসি বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব

সিদ্ধান্তটি অনেক ভেবেচিন্তে আর সময় নিয়ে তবেই নিয়েছেন বলে জানিয়েছেন মেসি, ‘আমি এখানে খুব সুখে আছি। এটা এমন জায়গা, যেখানে আমি আসতে চেয়েছি। এ সিদ্ধান্ত আমরা লম্বা সময় নিয়ে নিয়েছি। এটা এমন নয় যে আজ আর কাল—দুদিন ভেবেই সিদ্ধান্তে পৌঁছেছি।’

আরও পড়ুন