প্রিমিয়ার লিগ: জয়ে ফিরেছে আবাহনী, ড্রয়ের ধারায় রহমতগঞ্জ

ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জয় তুলে নিয়েছে ঢাকা আবাহনীবাফুফে

প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনী লিমিটেডের শুরুটা মোটেও ভালো ছিল না। ২ হার ও ১ ড্রয়ে বসুন্ধরা কিংস ও মোহামেডানের চেয়ে বেশ খানিকটা পিছিয়ে গিয়েছিল তারা। গোপালগঞ্জে সর্বশেষ ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে হেরেছিল আবাহনী। সেখান থেকে জয়ে ফিরল দলটি।

আজ ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসিকে ২-১ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে আকাশি-নীলরা। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় ঢাকা আবাহনী।

আরও পড়ুন

ময়মনসিংহে পুলিশের সঙ্গে ঢাকা আবাহনীর খেলাটা হয়েছে হাড্ডাহাড্ডি। প্রথম দিকে আবাহনীর প্রাধান্য থাকলেও পুলিশ নিজেদের গুছিয়ে খেলায় ফেরার চেষ্টা করেছে। পুলিশ অবশ্য ২ গোল হজমের জন্য নিজেদের রক্ষণভাগকে দায়ী করতে পারে। দুটি গোলই বেশ সহজে পেয়েছে আবাহনী। দ্বিতীয়ার্ধে আবাহনীর ওপর চাপ তৈরি করে একটি গোল বের করেও পুলিশকে ফিরতে হয়েছে শূন্য হাতে।

প্রথমার্ধে ১২ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় আবাহনী। বাঁ দিক দিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়াশিংটনের বল নিয়ে ঢুকে করা কাটব্যাক ফেরাতে পারেননি পুলিশের রক্ষণসেনারা। সুযোগের সদ্ব্যবহারটা দারুণভাবে করেন আবাহনীর ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ। গোল করে এগিয়ে দেন আবাহনীকে। ১৮ মিনিটেই প্রায় ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট। কিন্তু তিনি গোল করতে পারেননি। পুলিশও কয়েকটি আক্রমণ করে, কিন্তু গোল করার মতো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেননি কিরগিজস্তানের মানাস কারিপভ, কলম্বিয়ান ফরোয়ার্ড হোরাসিও গার্সিয়া ও কাজেম শাহরা। প্রথমার্ধ শেষ হয় ১-০ স্কোরলাইনেই।

ওয়াশিংটনের এ ছবিটি পুরোনো। তবে আজ পুলিশের বিপক্ষে দারুণ খেলেছেন তিনি
ফাইল ছবি

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে আবাহনী দ্বিতীয় গোলটি পেয়ে যায়। এই গোলের উৎসও ওয়াশিংটন। পুলিশের বক্সের একটু বাইরে থেকে ওয়াশিংটন মোহাম্মদ হৃদয়ের সঙ্গে পাস খেলে ডান দিকে এগিয়ে যান। সেখান থেকে বক্সে ক্রস ফেললে হৃদয় খুব সহজে বলটি ধরে কোনাকুনি শটে পুলিশের গোলকিপার আহসান হাবীবকে পরাস্ত করে গোল করেন।

আরও পড়ুন

২-০ গোলে পিছিয়ে পড়েই পুলিশ নিজেদের সেরা খেলাটা খেলেছে। আবাহনীর গোলমুখে একের পর এক বল নিয়ে গিয়েও ফরোয়ার্ডদের ব্যর্থতায় কিছু করতে পারেনি তারা। ৬৪ মিনিটে আক্রমণাত্মক ফুটবলের পুরস্কারটা তারা পায় গোল করে। তবে পুলিশের গোলটি এসেছে আবাহনীর ডিফেন্ডার আসাদুজ্জামান বাবুর পায়ে লেগে।

একটি আক্রমণ থেকে বল পেয়ে পুলিশের আকিবুর রহমান সরাসরি গোলে শট নিয়েছিলেন। সেই শট ঠেকাতে গিয়ে আসাদুজ্জামান বাবুর পায়ে লেগে বল গোলে প্রবেশ করে। ম্যাচের শেষ ২০ মিনিট পুলিশের দখলে ছিল ম্যাচটা। শেষ ১০ মিনিটে তো বেশ কয়েকটি কর্নার আদায় করে নিয়েও কাজের কাজটা করতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২-১ গোলে হারই সঙ্গী তাদের। এই হারে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানেই রইল পুলিশ।

ড্রয়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছে রহমতগঞ্জ
বাফুফে

দিনের অপর ম্যাচে কিংস অ্যারেনায় শেখ রাসেল ক্রীড়া চক্র ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মধ্যকার খেলাটি শেষ হয়েছে গোলশূন্যভাবে। এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত জয়হীন ‘অপরাজিত’ দল রহমতগঞ্জ। এখন পর্যন্ত লিগের ৬ ম্যাচ খেলে ৬টিতেই ড্র করেছে পুরান ঢাকার এই ক্লাব। এখন পর্যন্ত ৬ খেলায় ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৫-এ আছে রহমতগঞ্জ। ৬ ম্যাচে ৬ পয়েন্ট পেলেও শেখ রাসেল গোল ব্যবধানে আছে ৭-এ।

আরও পড়ুন