মোহামেডানের সামনে কিংস না আবাহনী

গত ৪ মে কিংস অ্যারেনায় প্রিমিয়ার লিগে সর্বশেষ মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস ও আবাহনীফাইল ছবি

‘জয়টা লড়াই করে পেলেই বেশি আনন্দ হয়’—বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোনের কথা এটি। ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচ সামনে রেখে প্রথম আলোকে এ কথাটাই বলেছেন স্প্যানিশ এই কোচ। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আগামীকাল বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি।

আরও পড়ুন

গত শনিবার মোহামেডানকে হারিয়ে টানা পঞ্চম লিগ শিরোপা নিশ্চিত করার দিনও ব্রুজোনের কণ্ঠে ছিল ফেডারেশন কাপ—গত মৌসুমে এই ট্রফিটাই যে জেতা হয়নি তাদের। এবার সেই ফেডারেশন কাপ জয়ের পথে প্রথম বড় বাধা আবাহনী। ম্যাচ জিততে যে কিংসকে নিজেদের সেরাটাই দিতে হবে, সেটিও জানেন স্প্যানিশ কোচ, ‘আবাহনী অনেক বড় দল। ওদের হারিয়ে ফাইনালে উঠতে হলে আমাদের সবকিছু ঠিকঠাক করতে হবে। আমরা আমাদের শক্তি জানি। খেলোয়াড়েরাও নিজেদের দায়িত্ব জানে।’

ঢাকা আবাহনী লিমিটেডের দল
ফাইল ছবি

প্রিমিয়ার লিগে বলতে গেলে এখন অপ্রতিদ্বন্দ্বীই হয়ে গেছে কিংস। এই মৌসুমে লিগে তাদের একমাত্র ক্ষত বলতে শুধু প্রথম পর্বে নিজেদের মাঠে মোহামেডানের কাছে হেরে যাওয়া। গত বছর ফেডারেশন কাপেও মোহামেডানের কাছে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল তাদের।

এবার তাই লিগ নিশ্চিত হওয়ার পরই কোচের কণ্ঠে ছিল ফেডারেশন কাপ জেতার প্রত্যয়। আজ আবাহনীকে হারাতে পারলে সেই মোহামেডানকেই প্রতিপক্ষ হিসেবে ফাইনালে পাবে কিংস। তবে তার আগে আবাহনীর বিপক্ষে ম্যাচেই মনোযোগ কিংসের।

আরও পড়ুন

গত শনিবার প্রিমিয়ার লিগে মোহামেডানকে হারানোর পর কাল সকালে কিংস অ্যারেনায় অনুশীলন করেই গোপালগঞ্জে রওনা হয়েছে দল। প্রতিপক্ষ আবাহনী অবশ্য সেখানেই আছে। কাল বিকেলে গোপালগঞ্জে অনুশীলনও করেছে আকাশি–নীলেরা। এ মৌসুমে এখনো পর্যন্ত কিংসকে হারাতে পারেনি আবাহনী।

চলতি মৌসুমে দারুণ ফর্মে আছে বসুন্ধরা
ফাইল ছবি

তবে কাগজে–কলমে কিংসের সঙ্গে লড়াই করার মতো দল মনে করা হয় আবাহনীকেই। আজকের ম্যাচে সেসব অবশ্য মাথায় রাখছেন না আবাহনীর ম্যানেজার নজরুল ইসলাম, ‘কিংসের বিপক্ষে ফেডারেশন কাপ সেমিফাইনাল সম্পূর্ণ নতুন ম্যাচ। এ ম্যাচে জিততেই চাই। কিংস অনেক শক্তিশালী দল। তাদের হারাতে পারিনি ঠিকই, কিন্তু এ ম্যাচে সেই চেষ্টা করতেই হবে।’

আরও পড়ুন