এমবাপ্পেকে হুমকি দিয়েছিলেন মা, কাজ বন্ধ করে মালদ্বীপে চলে যাব

মা ফাইজা লামারির সঙ্গে কিলিয়ান এমবাপ্পেইনস্টাগ্রাম/কিলিয়ান এমবাপ্পে

ফুটবলারদের সমাজসেবামূলক কার্যক্রমের খবর প্রায়ই শোনা যায়। সমাজে পিছিয়ে পড়া এবং অবহেলিত মানুষদের জন্য নিজেদের জায়গা থেকে কাজ করার চেষ্টা করেন তাঁরা। লিওনেল মেসি–ক্রিস্টিয়ানো রোনালদো–সাদিও মানেদের এমন সামাজিক কার্যক্রমের কথা নিয়মিতই সংবাদের শিরোনাম হয়। তেমনই এক প্রকল্পের কারণে ভিন্নভাবে আলোচনায় এসেছেন এমবাপ্পে।

ফরাসি তারকার নেতৃত্বে পরিচালিত হয় ‘ইনস্পায়ার্ড বাই কেএম’ নামে একটি দাতব্য প্রতিষ্ঠান। চারটি মূল্যবোধের ওপর ভিত্তি করে পরিচালিত হয় এই প্রতিষ্ঠান: শেখা, বোঝা, ভাগাভাগি করা এবং ছড়িয়ে দেওয়া। সামাজিক বিভিন্ন স্তরের ৯ থেকে ১৬ বছর বয়সী ৪৯ ছেলে এবং ৪৯ মেয়েকে কাজ করে ‘ইনস্পায়ার্ড বাই কেএম’। যেখানে পেশাদার প্রশিক্ষকদের মাধ্যমে বাচ্চাদের ভাষা শেখানো, সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজন এবং মাস্টারক্লাসসহ নানা ধরনের কার্যক্রম এ প্রকল্প অন্তর্ভুক্ত আছে।

আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে ২০২০ সালের ২০ জানুয়ারি। নিজের আয়ের মাধ্যমে প্রাপ্ত লভ্যাংশের ৩০ শতাংশ অনুদান হিসেবে দিয়ে থাকেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা।

সম্প্রতি ‘ইনস্পায়ার্ড বাই কেএম’ প্রতিষ্ঠানটি কীভাবে যাত্রা শুরু করেছিল, সেই ঘটনা সামনে এনেছেন এমবাপ্পের মা ফাইজা লামারি। টেলিভিশন চ্যানেল ফ্রান্স টু’র ‘এনভয়ে স্পেশাল’ অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘তাকে (এমবাপ্পে) বলেছি, ‘‘আমি ৩০ শতাংশের নিচে হলে কিছু করব না। আমি কাজ বন্ধ করে দেব, এরপর সবাই যা করে, তা–ই করব। ছুটি কাটাতে মালদ্বীপ চলে যাব। তোমার জন্য কোনো কাজ করব না।’”

আরও পড়ুন

ছেলের সঙ্গে ‘ইনস্পায়ার্ড বাই কেএম’ নিয়ে যে দর–কষাকষি হয়েছে, সেটা নিয়ে ফাইজা আরও বলেন, ‘শুরুতে আমি তাকে ৫০ শতাংশে খরচের কথা বলেছি। কিন্তু আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়, ৩০ শতাংশ অনুদান দেওয়া হবে।’

‘এনভয়ে স্পেশাল’ অনুষ্ঠানে দেওয়া ফাইজার সাক্ষাৎকারের সংক্ষেপিত অংশ সম্প্রতি প্রকাশ করেছে লা পারিসিয়াঁ। যেখানে এমবাপ্পের অলাভজনক প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত বলেছেন ফাইজা। পুরো সাক্ষাৎকারটি প্রচারিত হবে ১৮ জানুয়ারি।

এদিকে বর্তমানে এমবাপ্পের দলবদল নিয়ে চলছে তুমুল আলোচনা। জুনে পিএসজির সঙ্গে শেষ হবে তাঁর চুক্তি। তবে এই ফরাসি তারকা চাইলে এখনই সেরে রাখতে পারবেন চুক্তির আনুষ্ঠানিকতা। শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদ তাঁকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছে। অন্যদিকে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি বলেন, ‘কিলিয়ান পিএসজিতেই থাকুক—এই চাওয়া আমি লুকাব না। কিলিয়ান বিশ্বের সেরা খেলোয়াড় এবং প্যারিস তার জন্য সেরা ক্লাব।’ তবে এমবাপ্পে বলেছেন, তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

আরও পড়ুন