প্লে অফে বার্সেলোনার মুখোমুখি ইউনাইটেড

ইউরোপা লিগের ট্রফিছবি: রয়টার্স

নিয়মটি গতবার থেকে চালু করেছে উয়েফা। ইউরোপা লিগে আগে দ্বিতীয় রাউন্ডে ৩২টি দল খেলত। গতবার থেকে এই ধারা পাল্টে শেষ ষোলো নকআউট প্লে–অফ পর্ব চালু করা হয়। ইউরোপা লিগের গ্রুপ পর্বের গ্রুপ রানার্সআপ আটটি দল এবং চ্যাম্পিয়নস লিগে প্রতিটি গ্রুপের তৃতীয় দল মুখোমুখি হবে এই প্লে–অফ লড়াইয়ে।

এই প্লে–অফে জয়ী আট দল শেষ ষোলোয় ইউরোপা লিগের আট গ্রুপ চ্যাম্পিয়নের বিপক্ষে খেলবে। উয়েফার সদর দপ্তর নিওনে আজ চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের পর ইউরোপা লিগে নকআউট প্লে–অফের ড্র অনুষ্ঠিত হয়।

আসুন জেনে নিই, নকআউট প্লে–অফ পর্বে কোন দল কার মুখোমুখি হচ্ছে।

উয়েফার দূত ও হাঙ্গেরির সাবেক ফুটবলার জোলতান গেরার হাতে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। আজ নিওনে ইউরোপা লিগের ড্র অনুষ্ঠানে
ছবি: এএফপি

নকআউট প্লে–অফে কে কার মুখোমুখি

বার্সেলোনা–ম্যানচেস্টার ইউনাইটেড

জুভেন্টাস–নঁতে

স্পোর্টিং লিসবন–মিতিউলান

শাখতার দোনেৎস্ক–রেনে

আয়াক্স–ইউনিয়ন বার্লিন

লেভারকুসেন–এএস মোনাকো

সেভিয়া–পিএসভি

সালজবুর্গ–এএস রোমা

চ্যাম্পিয়নস লিগে এবার নিজেদের গ্রুপে তৃতীয় হওয়ায় ইউরোপা লিগে নেমে যায় বার্সেলোনা ও জুভেন্টাসের মতো বড় দুটি ক্লাব। আর ম্যানইউ এসেছে প্রিমিয়ার লিগে ছয়ে থেকে। প্লে–অফে এই তিন দলের মধ্যে বার্সা–ইউনাইটেড লড়াই–ই বেশি উত্তাপ ছড়াবে।

নকআউট প্লে–অফের এই লড়াইয়ের প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৬ ফেব্রুয়ারি। ফিরতি লেগ ২৩ ফেব্রুয়ারি।