ব্রাজিলকে ফাঁকি দিয়ে রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন আনচেলত্তির

রিয়ালেই থেকে যাচ্ছেন কার্লো আনচেলত্তিএএফপি

গত জুলাইয়ে বার্তা সংস্থা এএফপি নিশ্চিত করেছিল, ২০২৪ সালের কোপা আমেরিকা থেকে ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছিল তারা। এর পর থেকে ব্রাজিল সমর্থকেরা আনচেলত্তিকেই ভবিষ্যৎ কোচ হিসেবে দেখে আসছিলেন। এমনকি নেইমারসহ ব্রাজিল দলের একাধিক তারকাও আনচেলত্তির আগমন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন।

কিন্তু আজ সন্ধ্যায় ব্রাজিল সমর্থকদের মাথায় বাজ পড়ার মতো খবরই দিয়েছে রিয়াল মাদ্রিদ। এক বিবৃতিতে স্পেনের ক্লাবটি জানিয়েছে, ‘২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে রিয়াল মাদ্রিদ ও কার্লো আনচেলত্তি।’ এই খবরের মধ্য দিয়ে ইতালিয়ান কোচের ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পথও বন্ধ হয়ে গেল।

রিয়ালের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন আনচেলত্তি। তিনি লিখেছেন, ‘আজকের দিনটি আনন্দের। রিয়াল মাদ্রিদ ও আমি নতুন এবং বড় সাফল্যের সন্ধানে একসঙ্গে এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ।’

আরও পড়ুন

রিয়ালের হয়ে দুই মেয়াদে মোট পাঁচ মৌসুম কোচের দায়িত্ব পালন করেছেন আনচেলত্তি। সব মিলিয়ে জিতেছেন ১০ শিরোপা—যেখানে আছে ২টি চ্যাম্পিয়নস লিগ, ২টি ক্লাব বিশ্বকাপ, ২টি ইউরোপিয়ান সুপারকাপ, ১টি লা লিগা, ২টি কোপা দেল রে এবং ১টি স্প্যানিশ সুপার কাপ ট্রফি।

আনচেলত্তির রিয়ালে থেকে যাওয়ার সিদ্ধান্ত ব্রাজিলের পরিস্থিতিকে বেশ জটিল করে তুলল। অথচ কদিন আগ পর্যন্ত একরকম নিশ্চিত ছিল যে রিয়ালে ২০২৪ সালের জুনে বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর আনচেলত্তি ব্রাজিলের কোচ হবেন। এমনকি সে সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ফার্নান্দো দিনিজকে নিয়োগও দেয় ব্রাজিল।

আনচেলত্তির অপেক্ষায় ছিলেন নেইমারও
সংগৃহীত

তবে সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম এএস আনচেলত্তির রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নের খবর প্রকাশের পর নতুন মোড় নেয় পুরো ঘটনা। এর মধ্যে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো জানায়, ১৫ জানুয়ারির মধ্যে নির্ধারিত হবে আনচেলত্তির ভাগ্য। তবে অতটা সময় আর অপেক্ষা করতে হলো না। আজই চুক্তি নবায়নের বিষয়টি সামনে এনেছে রিয়াল কর্তৃপক্ষ।

আরও পড়ুন

আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় ডিসেম্বরের শুরুতে আদালতের নির্দেশে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতির পদ থেকে এনদালদো রদ্রিগেজ সরে দাঁড়ানোর পর। আনচেলত্তির কোচ হওয়ার সব প্রক্রিয়া তদারকি করছিলেন রদ্রিগেজই। কিন্তু তাঁকে সরানোর পর তৈরি হয় নানা অনিশ্চয়তা। শেষ পর্যন্ত আনচেলত্তি ব্রাজিলে যাওয়ার বদলে স্পেনে থেকে যাওয়ার সিদ্ধান্তই নিলেন।