সিটির খেলা ‘বিরক্তিকর’, জবাবে যা বললেন গার্দিওলা

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাএএফপি

পেপ গার্দিওলার অধীনে অবিশ্বাস্য সব সাফল্য পেয়েছে ম্যানচেস্টার সিটি। টানা তিন মৌসুমে প্রিমিয়ার লিগ জেতার পাশাপাশি গত মৌসুমে ঐতিহাসিক ট্রেবলও জিতেছে দলটি। এমনকি এবারও প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগের জন্য অন্যতম ফেবারিট ভাবা হচ্ছে সিটিকে।

সম্প্রতি এমন অপ্রতিরোধ্য দলটির খেলাকে ‘বিরক্তিকর’ বলে মন্তব্য করে আলোচনায় এসেছেন সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি নেভিল। বর্তমানে ফুটবল বিশ্লেষক হিসেবে কাজ করা ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি নেভিল বলেছেন, ‘সিটির খেলা দেখাটা যন্ত্রণাদায়ক। তারা কখনো কখনো গুবলেট পাকিয়ে ফেলে।’

নেভিলের এই সমালোচনার জবাব দিয়েছেন সিটি কোচ গার্দিওলা। বছরের পর বছর সাফল্য ধরে রেখে পারফর্ম করে যাওয়া কতটা কঠিন, সেটা মনে করিয়ে দিয়ে গার্দিওলা বলেছেন, ‘আমি আর কী বলতে পারি, প্রশংসার জন্য ধন্যবাদ। ফুটবলে সবকিছু খুব কঠিন। অনেক বছর ধরে ধারাবাহিকভাবে জিতে যাওয়ার জন্য আপনাকে অনেক কিছু করতে হবে।’

ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের উচ্ছ্বাস
এএফপি

ধারাবাহিক সাফল্যের জন্য দলের খেলোয়াড়দের কৃতিত্ব দিয়ে গার্দিওলা আরও বলেছেন, ‘এই খেলোয়াড়েরা অনেক বছর ধরে এবং এ মৌসুমে যা করে চলেছে তা প্রশংসনীয়। আমার খেলোয়াড়েরা প্রতিপক্ষকে যেভাবে গুরুত্বের সঙ্গে মোকাবিলা করে, সেটা অবিশ্বাস্য। তারা যেভাবে ধারাবাহিকতা দেখাচ্ছে, সেটাও অবিশ্বাস্য।’

আরও পড়ুন

কারও পছন্দ–অপছন্দের ওপর সিটির খেলা নির্ভর করে না বলেও মন্তব্য করেছেন গার্দিওলা, ‘এটা (খেলার ধরন) নির্ভর করছে আমাদের ওপর এবং কীভাবে আমরা সন্তুষ্ট, সেটার ওপর। এটা আমাদের বিষয়। যদি মানুষ এটাকে পছন্দ করতে না পারে, সেটা কোনো ব্যাপার নয়। এটা বড় কোনো সমস্যা নয়। যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো আমরা কী চাই, সেটা। বাইরের প্রশংসা বা অনুশোচনার কারণে প্রভাবিত হবো না।’

এদিকে প্রিমিয়ার লিগে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে সিটি। নিজেদের মাঠ ইতিহাদে সিটি খেলবে চেলসির বিপক্ষে।

আরও পড়ুন