শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

EN
English
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • করোনাভাইরাস
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
ফুটবল

লা লিগার শিরোপা কি আজই নির্ধারিত হয়ে যেতে পারে

খেলা ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ১৬: ৪২
আজ রাতে এল ক্লাসিকোয় মুখোমুখি হবে বার্সেলোনা–রিয়ালছবি : টুইটার

আজ রাতের এই এল ক্লাসিকো বিশেষই। বার্সেলোনার জন্য তো বটেই, কোচ জাভি হার্নান্দেজের জন্য আরও বেশি। বার্সার জন্য বিশেষ; কারণ, এই ক্লাসিকোটা জিতলে লা লিগার শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে যাবে তারা। জাভির জন্য বিশেষ; কারণ, বার্সার কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে এই প্রথম রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে তাঁর দল।

২০২১ সালের নভেম্বরে বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব নেন কিংবদন্তি এই মিডফিল্ডার। এরপর পাঁচটা এল ক্ল্যাসিকো খেলেছে তাঁর দল। তিনটি জয়ের সঙ্গে দুটি হার। তবে ওই পাঁচ ম্যাচের একটাও ক্যাম্প ন্যুতে ছিল না। নিজের মাঠে জাভির বার্সেলোনা আজই প্রথম খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

এমনিতে এই মৌসুমে লিগে রিয়ালের চেয়ে বেশ এগিয়ে বার্সেলোনা। ২৫টি করে ম্যাচ শেষে ৬৫ পয়েন্ট নিয়ে বার্সেলোনা এক নম্বরে, ৫৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দুইয়ে। রিয়ালের সঙ্গে ৯ পয়েন্টের এই ব্যবধান বার্সেলোনা ১২-তে নিয়ে যেতে পারে আজ ম্যাচটা জিতলে।

এরপর আর ১২টি করে ম্যাচ বাকি থাকবে দুই দলের। সেই ১২ ম্যাচে রিয়ালের পক্ষে ১২ পয়েন্টের ব্যবধান কমিয়ে শিরোপা জেতা বেশ কঠিনই। আজ জিতলে তাই বার্সেলোনা শিরোপার লড়াইয়ে একটু নির্ভার হয়ে থাকতে পারবে।

তবে ম্যাচটা রিয়াল মাদ্রিদ জিতলে ৯ পয়েন্টের এই ব্যবধান কমে আসবে ৬-এ। ১২ পয়েন্টের ব্যবধান কমানো যতটা কঠিন, ৬ পয়েন্টের ব্যবধান কমানো ততটা কঠিন হওয়ার কথা নয়। শিরোপার লড়াইয়ে তখন রিয়াল মাদ্রিদ থাকবে খুব ভালোভাবেই।

আরও একটা জায়গায় রিয়াল মাদ্রিদ কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে বলে মনে হচ্ছে। এই মুহূর্তে লিগের শীর্ষ পাঁচ দলের মধ্যে বার্সা-রিয়াল ছাড়াও আছে আতলেতিকো মাদ্রিদ, রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল বেতিস। এল ক্ল্যাসিকোর পরে এই তিনটা দলের বিপক্ষেই ম্যাচ বাকি বার্সেলোনার। রিয়ালের ম্যাচ বাকি শুধু সোসিয়েদাদের বিপক্ষে। পরের পথটা তাই রিয়ালের জন্য তুলনামূলক সহজ হওয়ার কথা।

©️arles Puyol is ready for #ElClásico!!!!! ❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/O4G8OKzQzn

— FC Barcelona (@FCBarcelona) March 18, 2023

লিগে পারফরম্যান্স যেমনই হোক, আজকের এল ক্লাসিকো যে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ এক উপলক্ষ, সেটি এরই মধ্যে বার্সা কোচ জাভি যেমন বলেছেন, তেমনি বলেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও। পয়েন্ট তালিকায় বার্সার চেয়ে পিছিয়ে থাকলেও বার্নাব্যুতে লিগে মৌসুমের প্রথম ক্লাসিকো কিন্তু রিয়ালই জিতেছিল ৩-১ গোলে। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১০ ম্যাচের হিসাবেও কিন্তু রিয়ালই এগিয়ে।

🛬 We’re in Barcelona!
🔜 #ElClásico pic.twitter.com/AvVVDIndXw

— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) March 19, 2023

এই ১০ ম্যাচের মধ্যে রিয়াল জিতেছে ৬টি, বার্সেলোনা ৩টি, ড্র হয়েছে একটি। তবে ক্যাম্প ন্যুতে নিশ্চয়ই আজ এই পরিসংখ্যান ভুলে গিয়েই মাঠে নামবে জাভির দল।

ফুটবল থেকে আরও পড়ুন
  • বার্সেলোনা
  • রিয়াল মাদ্রিদ
  • কার্লো আনচেলত্তি
  • লা লিগা
  • জাভি
  • এল ক্লাসিকো
মন্তব্য করুন