ব্যালন ডি’অরে জয়ে বার্সার খেলোয়াড়েরা আর ফেবারিট নন, যেভাবে বদলে গেল হিসাব–নিকাশ

এবার কারা জিতবেন ব্যালন ডি’অররয়টার্স

ব্যালন ডি’অর!

ফুটবলার মাত্রই স্বপ্ন দেখেন একদিন তাঁর হাতে উঠবে বিশ্বের সেরা খেলোয়াড়ের স্বীকৃতির স্মারক এই স্বর্ণ-গোলক। মৌসুমজুড়ে যাঁরা দাপট দেখান ফুটবল মাঠে, তাঁরা আশায় থাকেন এবার হয়তো জিতবেন ব্যালন ডি’অর। কে জিততে পারেন ব্যালন ডি’অর, তা নিয়ে আগাম হিসাব–নিকাশও হয় আজকাল। বিশেষ করে মৌসুম যখন শেষের দিকে, সম্ভাব্য বিজয়ীদের নিয়ে লেখালেখিও কম হয় না। এবারও হচ্ছে। কার জয়ের সম্ভাবনা বেশি, এ নিয়ে হিসাব–নিকাশ করে র‍্যাঙ্কিংও প্রকাশ করে অনেকে।  

২০২৫ সালে কে জিতবেন ব্যালন ডি’অর, সেটি নিয়েও এমন হিসাব–নিকাশ হচ্ছে। সেটি ছেলে ও মেয়ে দুই বিভাগেই। ছেলেদের বিভাগের সম্ভাব্য বিজয়ীদের সংক্ষিপ্ত তালিকা করা গেলেও কে সেরা হবেন, সেটি বলা এবার একটু মুশকিলই। শনিবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পরে হয়তো অনেকটা বোঝা যেতে পারে কার হাতে উঠবে ব্যালন ডি’অর।

মেয়েদের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল
এএফপি

মেয়েদের বিভাগে এবার আবার উল্টো চিত্র। চ্যাম্পিয়নস লিগের ফাইনালটা হয়ে গেছে। ফেবারিট বার্সেলোনা হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। আর তাতেই আগের হিসাব–নিকাশ অনেকটাই বদলে গেছে। ফাইনালের আগে বার্সার দুজন তারকা ফেবারিট থাকলেও এখন প্রশ্ন উঠেছে তাঁরা কি আসলেই পাবেন ব্যালন ডি’অর ফেমিনে?

আরও পড়ুন

বার্সার অবশ্য এখনো ঘরোয়া ট্রেবল জয়ের সম্ভাবনা আছে। তবে ঘরোয়া লিগের চেয়ে সেরা খেলোয়াড় নির্বাচনে বেশি প্রভাব ফেলে মহাদেশীয় টুর্নামেন্ট। চ্যাম্পিয়নস লিগ তো শেষ, সামনে আছে নারী ইউরো চ্যাম্পিয়নশিপের মতো বড় টুর্নামেন্টও। সব মিলিয়েই বার্সা তারকাদের ব্যালন ডি’অর জয়ের সামনে প্রশ্নবোধক চিহ্ন বসে গেছে।

২০২৩ ও ২০২৪ সালে মেয়েদের ব্যালন ডি’অর জিতেছেন বার্সা তারকা আইতানা বোনমাতি
রয়টার্স

ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডট কমের হিসাবে এখনো অবশ্য বার্সার সবচেয়ে বড় দুই তারকা আলেক্সিয়া পুতেয়াস ও আইতানা বোনমাতিও এগিয়ে আছেন। ২০২১ ও ২০২২ সালে ব্যালন ডি’অরজয়ী পুতেয়াসকেই আপাতত একে রেখেছে গোল ডট কম। সর্বশেষ দুবারে জয়ী বোনমাতি আছেন দুইয়ে। ২০১৮ সাল থেকে মেয়েদের ব্যালন ডি’অর চালুর পর এই দুই স্প্যানিশই শুধু একাধিকবার সেরা হয়েছেন।

আরও পড়ুন

বার্সার সেরা দুই তারকার চার বছরের রাজত্ব কেড়ে নিতে পারেন আর্সেনালের মারিওনা কালদেনতেই। গানার ফরোয়ার্ড ব্যালন ডি’অর জিতলেও অবশ্য মেয়েদের স্বর্ণগোলক স্পেনেই থাকবে। এ মৌসুমে ২১ গোল করা ও ১৫টি গোলে সহায়তা করা কালদেনতেইও তো স্পেনের। সম্ভাব্য বিজয়ীদের শীর্ষ পাঁচের বাকি দুজনও বার্সা আর আর্সেনালে। বার্সার নরওয়েজীয় উইঙ্গার ক্যারোলিনা গ্রাহাম হ্যানসেনকে চারে ও আর্সেনালের ইংলিশ ফরোয়ার্ড অ্যালেসিয়া রুশোকে পাঁচে রেখেছে গোল ডট কম।

২০২১ ও ২০২২ সালে টানা দুবার ব্যালন ডি’অর জেতেন আলেক্সিয়া পুতেয়াস
রয়টার্স

আগামী ২২ সেপ্টেম্বর দেওয়া হবে ব্যালন ডি’অর। এর আগে আগস্টে ঘোষণা করা হবে সংক্ষিপ্ত তালিকা। ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করা হবে সেরা বাছাই করতে।

আরও পড়ুন