ছবির গল্পে মেয়েদের সাফ জয় উদ্‌যাপন

সাফ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। কাল কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা।

অভূতপূর্ব এই জয় উদ্‌যাপন করেছে গোটা দেশ। আসুন দেখে নিই জয়ের পর সাবিনা-সানজিদাদের উদ্‌যাপনের কিছু মুহূর্ত—

১ / ৯
সাফের শিরোপা হাতে সতীর্থ কৃষ্ণার সঙ্গে সানজিদা আক্তার। ফাইনালের আগে দেশের মানুষকে এই শিরোপা জয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন সানজিদা। প্রতিশ্রুতি রাখার পর তাঁদের মুখে শিরোপা জয়ের হাসি
ছবি: ফেসবুক
২ / ৯
চ্যাম্পিয়নের পদক! সানজিদা ও কৃষ্ণার গলায় সাফ চ্যাম্পিয়নের এই পদক দেখার স্বপ্নে বিভোর ছিল দেশবাসী। সেই স্বপ্নপূরণের পর পদক দেখাচ্ছেন দুই তারকা
ছবি: ফেসবুক
৩ / ৯
এই জয় তো কোচিং স্টাফদেরও। ফাইনাল জয়ের পর তাই কোচিং স্টাফের দুজনকে নিয়ে ফটোসেশন সানজিদা-কৃষ্ণার
ছবি: ফেসবুক
৪ / ৯
গলায় চ্যাম্পিয়নের পদক নিয়ে খেলোয়াড়দের ফটোসেশন।খেলোয়াড়দের স্মৃতির ভান্ডারে তাজা হয়ে থাকবে এই ছবি
ছবি: ফেসবুক
৫ / ৯
কেউ পদক দেখাচ্ছেন, কারও হাত আবার বজ্রমুষ্ঠিবদ্ধ। ফাইনালের পর মেয়েদের এমন ছবিই দেখতে চেয়েছিল দেশবাসী। সানজিদা এককাঠি সরেস। যেন কামড় দিয়ে বুঝতে চাইলেন চ্যাম্পিয়ন হওয়ার পদকের স্বাদটা কেমন!
ছবি: ফেসবুক
৬ / ৯
সাফের শিরোপা হাতে কৃষ্ণা। পেছনে নেপালের খেলোয়াড়দের বিষণ্ন মুখ। ফাইনালের পর এ ছবি বাংলাদেশে মেয়েদের ফুটবলের এগিয়ে যাওয়ারই চিত্র
ছবি: ফেসবুক
৭ / ৯
মেয়েদের সাফল্যে নেপথ্য কারিগর কোচ গোলাম রব্বানী। ফাইনাল জয়ের পর সেই কোচকে নিয়ে ক্যামেরার ফ্রেমে কৃষ্ণা
ছবি: ফেসবুক
৮ / ৯
এমন জয়ের পর একটা সেলফি না হলে চলে! সতীর্থদের নিয়ে কৃষ্ণা তাই সেলফিটা তুলেই ফেললেন
ছবি: ফেসবুক
৯ / ৯
দশরথ স্টেডিয়ামে কাল ফাইনাল জয়ের পর আজ সকালে ফেসবুকে ছবিটি পোস্ট করেন সানজিদা। ‘শুভ সকাল’ জানিয়েছেন সমর্থকদের। তাঁর এবং বাকি খেলোয়াড়দের এমন নির্ভার মুখই দেখতে চায় বাংলাদেশ
ছবি: ফেসবুক