এখানে নেইমার–ভক্ত তো ওখানে রোনালদোর—কাতারজুড়ে উন্মাদনা

বিশ্বকাপ তো আর শুধু খেলোয়াড়দের নয়, বিশ্বজোড়া ফুটবলপ্রেমী আর বিভিন্ন দলের সমর্থকদেরও। ব্রাজিল, পর্তুগাল, দক্ষিণ কোরিয়া, উরুগুয়ে...নিজেদের দলকে সমর্থন জোগাতে নানা সাজে তাঁরা হাজির হন গ্যালারিতে বা ফ্যান জোনে। আজকের ম্যাচগুলো ঘিরেও কাতারের বিভিন্ন ভেন্যু আর ভেন্যুর বাইরে উন্মাদনার কোনো কমতি নেই—
১ / ৭
ম্যাচ কি শুধু খেলোয়াড়দের, সমর্থকদেরও তো বটে! সামনেই গুরুত্বপূর্ণ ম্যাচ। এর আগে গা গরম করে নিচ্ছেন ব্রাজিলের এক সমর্থক!
ছবি: এএফপি
২ / ৭
মুখের হাসিটা শেষ পর্যন্ত আর ধরে রাখতে পারেননি ক্যামেরুনের এই সমর্থক। সুইজারল্যান্ডের কাছে তাঁর দল হেরেছে ১-০ গোলে।
ছবি: এএফপি
৩ / ৭
বিশ্বকাপটা যেন হাতে নিয়েই গ্যালারিতে এসেছেন সুইজারল্যান্ডের এই সমর্থক। ম্যাচ শেষে ফিরেছেনও হাসিমুখেই।
ছবি: এএফপি
৪ / ৭
ফুরফুরে মেজাজে ভক্তের সঙ্গে ছবি তুলছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। প্রথম ম্যাচে দল পেয়েছে বড় জয়, সঙ্গে নিজেও এখন পুরোপুরি ফিট। মেজাজটা ফুরফুরে থাকার কারণটা সহজেই অনুমান করা যায়।
ছবি: এএফপি
৫ / ৭
নেইমাররাও এভাবেই আসল ট্রফিতে চুমু দিতে চান। রাতে সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লক্ষ্য পূরণের যাত্রা শুরু করবে ব্রাজিল। নেইমারদের সেই যাত্রার সঙ্গী হতে কাতারে এসেছেন ব্রাজিলের এই তিন সমর্থক।
ছবি: এএফপি
৬ / ৭
দেশের সবচেয়ে বড় তারকা বলে কথা! চোট কাটিয়ে উরুগুয়ের বিপক্ষেই দলে ফিরেছেন। তাই তাঁকে নিয়ে উল্লাস একটু বেশি।
ছবি: এএফপি
৭ / ৭
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছেন রোনালদো। ক্যারিয়ারের সায়াহ্নে থাকা এই ফুটবলারকে ঘিরেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে পর্তুগাল। তাই পর্তুগালের পতাকার পাশাপাশি রাখা হয়েছে রোনালদোর ছবিও। যেখানে লেখা—কিংবদন্তি।
ছবি: এএফপি