লিগে টানা দ্বিতীয় হার লিভারপুলের

প্রিমিয়ার লিগে ঠিক আগের ম্যাচটাতেই নটিংহাম ফরেস্টের কাছে ১-০ গোলে হেরেছিল লিভারপুল। তারপর চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের বিপক্ষে ৩-০ গোলের দারুণ জয় দেখে মনে হয়েছিল, ধাক্কাটা বুঝি সামলে নিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। কিন্তু অল রেডরা আবারও লিগের ম্যাচ খেলতে নামার পর দেখা গেল, মৌসুমের শুরু থেকেই যেমন ছন্নছাড়া অবস্থা ছিল দলটার, সেরকমই আছে। যথারীতি আজও আবার হেরেছে লিভারপুল। অ্যানফিল্ডে ইংলিশ লিগের বর্তমান রানার্স আপদের বিপক্ষে লিডস জিতেছে ২-১ গোলে।

লিডসের গোল উদযাপন
প্রিমিয়ার লিগ

এই হারের পর ১২ ম্যাচে ৪টি করে জয়, হার ও ড্র নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ৯ নম্বরে লিভারপুল, ওদের মোট পয়েন্ট ১৬। অন্যদিকে ১২ পয়েন্ট নিয়ে লিডস আপাতত লিগের ১৫ নম্বরে। শীর্ষে আপাতত ম্যানচেস্টার সিটি, ১২ ম্যাচে যাদের পয়েন্ট ২৯। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আর্সেনাল দুই নম্বরে। তবে রোববার নটিংহাম ফরেস্টকে হারিয়ে দিলেই আবার শীর্ষে চলে যাবে আর্সেনাল।

আরও পড়ুন

ম্যাচের তৃতীয় মিনিটেই লিভারপুল ডিফেন্ডার জো গোমেজের ভুল ব্যাকপাসের সুযোগ নিয়ে লিডসকে এগিয়ে দেন রদ্রিগো। সেটা অবশ্য কিছুক্ষণ পরই শোধ করে দেয় লিভারপুল। মো সালাহ ১-১ করেন ম্যাচের ১৪ মিনিটে।

লিভারপুলের হতাশা
টুইটার

প্রথমার্ধে দুই দলই আরও সুযোগ নষ্ট করেছে। দ্বিতীয়ার্ধে লিভারপুলই বেশি সুযোগ পেয়েছে। কিন্তু সামনে দেয়াল হয়ে দাড়িয়েছেন লিডস গোলরক্ষক ইলান মেসলিয়ার। লিভারপুলের হতাশা আরও বাড়িয়ে ম্যাচের ৮৯ মিনিটে গোল করে বসেন লিডস ফরোয়ার্ড ক্রিসেনসিও সামারভিল।

২০২১ সালের মার্চের পর এই প্রথম অ্যানফিল্ডে লিগের কোনো ম্যাচ হারল লিভারপুল। মাঝের ২৯ ম্যাচে তারা জিতেছে ২২টি, ড্র করেছে ৭টি।  

আরও পড়ুন