পেশাদার ফুটবল ছাড়লেন কিয়েলিনি

ইতালির হয়ে ইউরো জয় কিয়েলিনির ক্যারিয়ারে সেরা মুহূর্তছবি: জুভেন্টাস এক্স

ইতালির হয়ে ২০২০ ইউরোজয়ী কিংবদন্তি ডিফেন্ডার জর্জো কিয়েলিনি গতকাল পেশাদার ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। এর মধ্য দিয়ে তাঁর ২৩ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি ঘটল।

জুভেন্টাসে খ্যাতি পাওয়া কিয়েলিনি ক্লাবটি ছেড়ে গত বছরের জুনে যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব লস অ্যাঞ্জেলস এফসিতে। শনিবার এমএলস কাপ ফাইনালে কলম্বাস ক্রুর কাছে ২-১ গোলে হারের ম্যাচটিই হয়ে রইল তাঁর পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচ।

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ নিজের ক্যারিয়ারের বিভিন্ন মুহূর্ত নিয়ে বানানো ভিডিও পোস্ট করে অবসরে ঘোষণা দেন কিয়েলিনি। ভিডিওর ক্যাপশনে কথাগুলো লিখেছেন ফুটবল খেলাটার প্রতি, ‘তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর এবং দারুণ অভিযাত্রা হয়ে আছো। তুমিই আমার সবকিছু। তোমার সঙ্গে আমি অনন্য এবং অবিষ্মরণীয় এক পথ ভ্রমণ করেছি। কিন্তু এখন নতুন অধ্যায় খোলার সময়, নতুন চ্যালেঞ্জ নিতে হবে এবং জীবনের গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর পাতাগুলো লিখতে হবে।’

২০০০ সালে ইতালিয়ান ক্লাব লিভোর্নোয় পেশাদার ক্যারিয়ার শুরু করেন ৩৯ বছর বয়সী কিয়েলিনি। এরপর এএস রোমা ঘুরে ২০০৪ সালে যোগ দেন জুভেন্টাসে। গত বছর তুরিনের ক্লাবটি ছাড়ার আগে তাদের হয়ে জিতেছেন ৯বার সিরি আ শিরোপা। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছেন দুবার। ম্যাচ খেলেছেন ৫৬১টি।

আরও পড়ুন

কিয়েলিনিকে শুভকামনা জানিয়ে জুভেন্টাস বিবৃতিতে বলেছে ‘জুভেন্টাস সমর্থকদের জন্য ১৭ মৌসুম ধরে ৩ নম্বর জার্সিটি শুধু একজনের জন্যই ছিল ; জর্জো কিয়েলিনি। খেলোয়াড়, মানুষ এবং অধিনায়ক—এই তিন চরিত্রের জর্জো আজ ফুটবলার হিসেবে ক্যারিয়ার শেষ করলেন। তুমি সব সময় আমাদের দলেই থাকবে, সুপারহিরোর মতো যে কিনা প্রয়োজনে ঝাঁপিয়ে পড়বে।’

ইতালি জাতীয় দলের হয়ে ১১৭ ম্যাচ খেলেছেন কিয়েলিনি। ২০১৯ সালে অধিনায়ক হওয়ার পর তাঁর ক্যারিয়ারের সেরা মুহূর্ত এসেছে ২০২০ ইউরোয়। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিলেন। এমএলএসে নিজের প্রথম মৌসুমে এমএলএস কাপও জিতেছেন কিয়েলিনি।