আরেকটি বিশ্বকাপ ফাইনাল, এবার জার্মানির কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ ফ্রান্সের

জার্মানির খেলোয়াড়দের উচ্ছ্বাসছবি: এএফপি

এ যেন ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালের পুনর্মঞ্চায়ন! নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে আর্জেন্টিনা–ফ্রান্স ফাইনাল গড়িয়েছিল টাইব্রেকারে। সেখানে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির আর্জেন্টিনা। ইন্দোনেশিয়ায় এবারের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে আজ একটি দল বদলেছে। আর্জেন্টিনা নয়, আজ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ ছিল জার্মানি।

কিন্তু ফ্রান্সের জন্য সেই একই রকম হৃদয় ভাঙার গল্প। ছোটদের ফাইনালে শেষ মুহূর্তের গোলে নির্ধারিত সময়ের খেলা ২-২-এ সমতা নিয়ে শেষ করে ফ্রান্স। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময় ছিল না ম্যাচে, সরাসরি গড়িয়েছে টাইব্রেকারে। সেখানে জার্মানির কাছে ৪-৩ গোলে হেরে হৃদয় ভেঙেছে ফ্রান্সের। আর প্রথমবারের মতো ছোটদের বিশ্বকাপ জিতেছে জার্মানরা।

আরও পড়ুন
বল দখলের লড়াইয়ে জার্মানি ও ফ্রান্সের দুই খেলোয়াড়
ছবি: এএফপি

টাইব্রেকারে প্রথম ৫ শটে প্রতি দলই গোল পেয়েছে ৩টি করে। এরপর সাডেন ডেথে গড়ায় টাইব্রেকার। ষষ্ঠ শট থেকে গোল করতে পারেনি ফ্রান্স। ফরাসিদের মিসের পর গোল করে ছোটদের বিশ্বকাপে প্রথম শিরোপা জয়ের আনন্দে মেতেছে জার্মানির খেলোয়াড়েরা।

টাইব্রেকারে প্রথম শট নেয় ফ্রান্স। প্রথম শট থেকেই গোল পায় তারা। কিন্তু জার্মানির নেওয়া প্রথম শটটি ফিরিয়ে দেন ফ্রান্সের গোলকিপার। দ্বিতীয় শটে গোল পেয়েছে দুই দলই। ফ্রান্স তিন ও চার নম্বর শটে গোল পায়নি। কিন্তু ওই দুই শটে গোল পেয়েছে জার্মানি। পাঁচ নম্বর শট থেকে গোল পায় ফ্রান্স। আর জার্মানির শট ঠেকিয়ে দেন ফ্রান্সের গোলকিপার।

আরও পড়ুন

এর আগে ম্যাচে খুব একটা আধিপত্য দেখাতে না পারলেও ২৯ মিনিটে প্যারিস ব্রুনারের গোলে এগিয়ে যায় জার্মানি। ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নোয়াহ ডারভিচ। ২-০ গোলে পিছিয়ে পড়া ফ্রান্স অবশ্য ২ মিনিট পরই ব্যবধান কমায় সাইমন বুয়াব্রের গোলে। ৬৯ মিনিটে দুই হলুদ কার্ডের খাঁড়ায় পড়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উইনার্স ওসায়ে। এরপর ৮৫ মিনিটে ফ্রান্সকে সমতায় ফেরান মাতিস আমাগু।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন জার্মানির প্যারিস ব্রুনার। ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট পেয়েছেন আর্জেন্টিনার আগুস্তিন রুবের্তো। সেরা গোলকিপার হয়েছেন ফ্রান্সের পল আর্নি। কাতার বিশ্বকাপের মতো এখানেও ফেয়ার প্লের ট্রফি জিতেছে ইংল্যান্ড।

আরও পড়ুন