বর্ণবাদের বিরুদ্ধে মার্টিন লুথার কিংয়ের স্লোগান দেখাল এসি মিলান

এসি মিলান–বোলোনিয়া ম্যাচে খেলা থামিয়ে প্রদর্শন করা হয় মার্টিন লুথার কিংয়ের বাণীএএফপি

সিরি আ–তে গতকাল রাতে এসি মিলান-বোলোনিয়া ম্যাচের ১৬ মিনিটেই থামিয়ে দেওয়া হয় খেলা। উদিনেসের বিপক্ষে আগের ম্যাচে বর্ণবাদের শিকার হওয়া মাইক মাইনিয়ঁকে সম্মান জানাতেই মূলত নেওয়া হয় এই উদ্যোগ। খেলা থামানোর একটু পরই বড় পর্দায় ভেসে ওঠে বর্ণবাদবিরোধী আন্দোলনের চিরকালীন প্রতীক মার্টিন লুথার কিংয়ের একটি বাণী। সেই বাণীতে লেখা ছিল, ‘অন্ধকার কখনো অন্ধকার তাড়াতে পারে না। কেবল আলো–ই তা করতে পারে।’

এ সময় মাঠে উপস্থিত সমর্থকেরা তাঁদের মুঠোফোনের আলো জ্বালিয়ে এবং করতালি দিয়ে স্বাগত জানান এই উদ্যোগকে। এ সময় আলো ও স্লোগানের মিশেলে অভূতপূর্ব এক আবহের দেখা মেলে সান সিরোতে। বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর এই ম্যাচে শেষ পর্যন্ত মিলানকে ২-২ গোলে রুখে দিয়েছে বোলোনিয়া। ম্যাচের যোগ করা সময়ে সমতাসূচক গোলটি করে বোলোনিয়া।

আরও পড়ুন

এর আগে গত সপ্তাহে সিরি আ–তে এসি মিলান ও উদিনেসে ম্যাচের ২৬ মিনিটে খেলা থামিয়ে রেফারির কাছে গিয়ে বর্ণবাদী আক্রমণের অভিযোগ জানান মিলান গোলরক্ষক মাইনিয়ঁ। ম্যাচের ৩১ মিনিটে একই অভিযোগে মাঠ ছেড়ে যান মাইনিয়ঁ। শুরুতে সাইডলাইনে গিয়ে কিছু সময় সতীর্থদের সঙ্গে দাঁড়ালেও পরে টানেলের দিকে এগিয়ে যান এই ফরাসি গোলরক্ষক।

এরপর কর্মকর্তাদের অনুরোধে ফিরে এলেও ম্যাচ শেষে মাইনিয়ঁ ও এসি মিলান এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। এ সময় তাঁর পাশে দাঁড়িয়ে বিবৃতি দেন কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়ুস জুনিয়ররা। এমবাপ্পে মাইনিয়ঁর পাশে থাকার কথা বললেও ভিনিসিয়ুস বর্ণবাদীদের জেল দেওয়ার আহ্বান জানান।

এমনকি ফিফাও এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তো বর্ণবাদী আচরণের দায়ে অভিযুক্ত ক্লাব ম্যাচ ছেড়ে দিয়েছে ধরে নিয়ে প্রতিপক্ষকে পুরো ৩ পয়েন্ট দিয়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন।

এই ঘটনার পর উদিনেসে কর্তৃপক্ষ পুলিশের সঙ্গে মিলে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ করছে। এর মধ্যে একজনকে আজীবন নিষিদ্ধও করেছে উদিনেস।