জুভেন্টাস খেলোয়াড়দের ট্রাম্প বললেন, ‘তোমাদের দলে কি মেয়েরা খেলতে পারে’

হোয়াইট হাউসের ওভাল অফিসে যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জুভেন্টাসের খেলোয়াড় ও স্টাফএএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিমন্ত্রণ রক্ষা করতে গত বুধবার তাঁর সরকারি বাসভবন হোয়াইট হাউসে অতিথি হয়ে গিয়েছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। ফিফা ক্লাব বিশ্বকাপে খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়া ক্লাবটির খেলোয়াড়দের ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় একটু বিব্রতকর অভিজ্ঞতাও হয়েছে।

আরও পড়ুন

ফক্স নিউজ জানিয়েছে, ওভাল অফিসে ট্রাম্পের ডেস্কের পেছনে দাঁড়িয়ে ছিলেন জুভেন্টাসের খেলোয়াড়েরা। এ সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করতে গিয়ে ট্রান্সজেন্ডার (রূপান্তরকামী) অ্যাথলেটদের প্রসঙ্গ টানেন ট্রাম্প, ‘তিনি কখনো সীমানা খুলে দেওয়ার পক্ষে ছিলেন না। ট্রান্সজেন্ডার কিংবা মেয়েদের খেলায় ছেলেদের অংশ নেওয়ার পক্ষেও ছিলেন না।’

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও ছিলেন জুভেন্টাসের খেলোয়াড়দের সঙ্গে।
এএফপি

এ বছর ফেব্রুয়ারিতে মেয়েদের খেলাধুলায় ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের অংশ নেওয়ায় নিষেধাজ্ঞার নির্বাহী আদেশে সই করা ট্রাম্প একপর্যায়ে ঘুরে তাকিয়ে একটি প্রশ্ন করেন জুভেন্টাসের খেলোয়াড় ও স্টাফদের প্রতি, ‘তোমাদের দলে কি মেয়েরা খেলতে পারে?’

আরও পড়ুন

খেলোয়াড়েরা এ প্রশ্নের উত্তর দিতে পারেননি। কেউ কেউ একটু বিব্রত মুখে হেসেছেন। ট্রাম্প একই প্রশ্ন আরেকবার করার পর ৩৬ বার ইতালির শীর্ষ লিগজয়ী ক্লাবটির জেনারেল ম্যানেজার দানিয়েল কমোল্লি উত্তর দেন, ‘আমাদের মেয়েদের দলটা খুব ভালো।’ ট্রাম্প এরপর বলেন, ‘কিন্তু তাদের (জুভেন্টাসের ছেলেদের দল) মেয়েদের সঙ্গে খেলা উচিত।’ যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের এ মন্তব্যের পর কমোল্লি আর কোনো কথা বলেননি। মাথা নিচু করে মেঝেতে তাকিয়ে ছিলেন। তবে ট্রাম্প তাঁকে ছেড়ে দেওয়ার পাত্র নন। কমোল্লির উদ্দেশে বলেন, ‘সে বেশ কূটনৈতিক।’

আল আইনের বিপক্ষে বড় জয় পেয়েছে জুভেন্টাস
এএফপি

জুভেন্টাসের মেয়েদের দল বর্তমান সিরি আ চ্যাম্পিয়ন। ক্লাব বিশ্বকাপে ‘জি’ গ্রুপ থেকে আজ ওয়াশিংটনে অদি ফিল্ড স্টেডিয়ামে আরব আমিরাতের ক্লাব আল আইনকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে জুভেন্টাস। জোড়া গোল করেন ‘তুরিনের বুড়ি’দের কোলো মুয়ানি ও ফ্রান্সিসকো কনসেইকাও। একই গ্রুপ থেকে কাল রাতে উইদাদকে ২-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি।