লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকায় কে, কোথায়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে কাল রাতে ১৮টি ম্যাচ হয়েছেএএফপি

শেষ হলো উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্ব। লিগ পর্ব শেষে সবার ওপরে আর্সেনাল। সবার নিচে কাইরাত আলমাতি। কাল রাতে সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে আর্সেনালসহ আটটি দল। ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো খেলবে নকআউট প্লে–অফে। বাদ পড়েছে ১২টি দল।

প্রথম পর্বের পয়েন্ট তালিকা

আরও পড়ুন

* ১ থেকে ৮ নম্বর দল সরাসরি শেষ ষোলোতে খেলবে

* ৯ থেকে ২৪ নম্বর দল নকআউট প্লে–অফ খেলবে