শেষ হলো উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্ব। লিগ পর্ব শেষে সবার ওপরে আর্সেনাল। সবার নিচে কাইরাত আলমাতি। কাল রাতে সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে আর্সেনালসহ আটটি দল। ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো খেলবে নকআউট প্লে–অফে। বাদ পড়েছে ১২টি দল।
প্রথম পর্বের পয়েন্ট তালিকা
* ১ থেকে ৮ নম্বর দল সরাসরি শেষ ষোলোতে খেলবে
* ৯ থেকে ২৪ নম্বর দল নকআউট প্লে–অফ খেলবে