ক্রসবারে পেনাল্টি শট মেরে গ্রিজমানের বিব্রতকর রেকর্ড

গ্রিজমানের হতাশাছবি: এএফপি

জাদুকর আবদুস সামাদের নাম তো আমাদের জানাই। ভারতীয় উপমহাদেশ ব্রিটেনের উপনিবেশ থাকার সময় ফুটবলের জাদুতে মুগ্ধতা ছড়িয়ে অমরত্ব লাভ করেছেন এই বাঙালি ফুটবলার। একবার নাকি ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলার সময় কয়েকজনকে কাটিয়ে শট নেন সামাদ। সেই শট ক্রসবারে লেগে ফিরে আসে। সামাদ দাবি করে বসেন, গোল পোস্টের উচ্চতা কম। পরে মেপে দেখা যায় তাঁর দাবি সত্যি।

আধুনিক ফুটবলে অবশ্য এমন ভুলের সুযোগ নেই। তাই সামাদের মতো এমন দাবি করেননি ফরাসি তারকা আতোয়াঁন গ্রিজমান। তবে ক্রসবারের সঙ্গে দারুণ এক সখ্যই গড়ে তুলেছেন তিনি।

বিশেষ করে পেনাল্টি শটে। চ্যাম্পিয়নস লিগে পেনাল্টি শট ক্রসবারে মেরে গোল হাতছাড়া করার নতুন এক ইতিহাসই যে গড়েছেন এই আতলেতিকো মাদ্রিদ তারকা।

হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন গ্রিজমানরা।
ছবি: এএফপি

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সব মিলিয়ে ক্রসবারে লেগে আটকে গেছে ১৫টি পেনাল্টি শট। যার ২০ শতাংশই আবার গ্রিজমানের। গ্রিজমান তিনটি পেনাল্টি শট ক্রসবারে মারলেও ইতিহাসে আর কোনো ফুটবলার একটির বেশি শট ক্রসবারে মারেননি।

গ্রিজমান প্রথম ক্রসবারে শট মারেন ২০১৬ সালের ২৮ মে। ম্যাচের ৪৭ মিনিটে সেদিন পেনাল্টি শটটি ক্রসবারে না মারলে নিজেদের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপাটি জিততেও পারত আতলেতিকো মাদ্রিদ।

সান সিরোর সেই ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কেউ লিড নিতে ব্যর্থ হলে টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচের। পরে ৫-৩ গোলে শিরোপা জিতে নেয় রিয়াল।

একই বছরেই দ্বিতীয়বার পেনাল্টি শট ক্রসবারে মারেন গ্রিজমান। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে এবার আতলেতিকোর প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। গ্রুপ পর্বের ম্যাচটিতে ঘরের মাঠে ইয়ান্নিক কারাসকোর গোলে জিতেছিল আতলেতিকো। তবে এই ম্যাচেও ৮৪ মিনিটে পেনাল্টি শট ক্রসবারে মারেন বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকা।

ক্রসবারে পেনাল্টি শট মারায় গ্রিজমান হ্যাটট্রিক করলেন গতকাল ক্লাব ব্রুগার বিপক্ষে ম্যাচে। ২-০ গোলে পিছিয়ে থাকা আতলেতিকোর হয়ে ব্যবধান কমানোর সুযোগ এসেছিল গ্রিজমানের কাছে। ৭৬ মিনিটে সেই শট ক্রসবারে বল মেরে নষ্ট করেন সুযোগ।

আরও পড়ুন

ক্যারিয়ারে সব মিলিয়ে এখন ১১টি পেনাল্টি মিস করেছেন গ্রিজমান। তবে ব্যর্থতার চেয়ে পেনাল্টিতে তাঁর সাফল্যের সংখ্যাই বেশি। এখন পর্যন্ত ৩০টি পেনাল্টি শট মেরে গোল করেছেন ১৯টিতে।

গ্রিজমানের মিস করা ১১টি পেনাল্টির ৬টি আতলেতিকোর জার্সিতে, ৩টি মিস করেছেন ফ্রান্স জাতীয় দলের হয়ে। আর একটি করে পেনাল্টি মিস করেছেন রিয়াল সোসিয়েদাদ ও বার্সেলোনার হয়ে।

আরও পড়ুন