শিরোপা উদ্‌যাপন যে কারণে সীমিত রাখছে রিয়াল

রিয়াল মাদ্রিদ দলএএফপি

রিয়াল মাদ্রিদ লা লিগা শিরোপার সুবাস পাচ্ছিল কয়েক সপ্তাহ আগে থেকে। গতকাল রাতে কাদিজের বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর শিরোপায় এক হাত দিয়েও রাখে তারা। পরে জিরোনার মাঠে বার্সেলোনার হারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে রিয়ালের শিরোপা। ৩৬তম লা লিগা ট্রফি জিতে গতকাল রাত থেকেই আনন্দে ভাসছে রিয়াল।

তবে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে থাকায় লিগ জয়ের উদ্‌যাপনকে আপাতত সীমিতই রাখছে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। গতকাল রাতে শিরোপা নিশ্চিত হওয়ার পর এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন রিয়াল অধিনায়ক নাচো। পাশাপাশি পুরো মৌসুমে দলের দাপুটে ফুটবল নিয়ে গর্বিত হওয়ার কথাও বলেছেন তিনি।

আরও পড়ুন

লিগ শিরোপা জিতে উচ্ছ্বসিত নাচো বলেছেন, ‘আমরা খুবই আনন্দিত। লিগ জেতা খুবই কঠিন। এটি বছরজুড়ে করা আমাদের কঠিন পরিশ্রম এবং আত্মত্যাগের ফল। আমরা খুব খুশি। এখন উপভোগ করব এবং বুধবারের ম্যাচ নিয়ে ভাবব। সেদিন আমাদের বড় একটি ম্যাচ খেলতে মাঠে নামতে হবে।’

পুরো মৌসুমে ধারাবাহিকভাবে ভালো খেলতে পারার কৃতিত্ব পুরো দলকে দিয়ে নাচো আরও বলেছেন, ‘যখন একটি দল লিগ জেতে, এর অর্থ হচ্ছে দলটি ধারাবাহিক। রক্ষণে আমরা যে কাজ করছি তা খুবই গুরুত্বপূর্ণ ছিল, অনেকগুলো ম্যাচে ক্লিন শিট রাখতে পেরেছিলাম। আক্রমণে আমরা জানি যে আমাদের শক্তি আছে। সব মিলিয়ে পুরো দল দারুণ একটি মৌসুম কাটিয়েছে। আমরা এমন একটি ধারাবাহিক এবং লড়াকু দল দেখেছি যারা কখনো হাল ছাড়ে না। আমরা অসাধারণ এক দল এবং লা লিগায় প্রতি ম্যাচেই আমরা তা দেখিয়েছি।’

অধিনায়ক হিসেবে লা লিগা শিরোপা জিতে শৈশবের স্বপ্নও পূরণ হয়েছে নাচোর, ‘আমি যদি বলি যে আমি আমি শৈশবে অধিনায়ক হিসেবে লা লিগা জেতার স্বপ্ন দেখিনি, তবে তা মিথ্যে বলা হবে। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। রিয়াল মাদ্রিদের হয়ে লিগ জেতা অসাধারণ ব্যাপার, অধিনায়ক হিসেবে সেটি আরও দুর্দান্ত কিছু।’ এ সময় সমর্থকদেরও ধন্যবাদ দেন রিয়াল অধিনায়ক, ‘মাদ্রিদ সমর্থকদের অভিনন্দন। মৌসুমজুড়ে আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। এটা খুব জরুরি ছিল।’

আরও পড়ুন

শিরোপা জিতে উচ্ছ্বাসে ভাসলেও উদ্‌যাপনটা আপাতত সীমিতই রাখতে চান নাচো। এই মুহূর্তে সব মনোযোগ বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগেই রাখতে চান তিনি, ‘আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ থেকে এক ধাপ দূরে এবং আরেকটি ফাইনাল খেলার দ্বারপ্রান্তে। আমরা সেই ম্যাচে নিজেদের সর্বোচ্চটুকু উজাড় করে দেব। সে জন্য আমরা এই মুহূর্তে খুব বেশি উদ্‌যাপন করতে পারি না। এখনই আমাদের বুধবারের ম্যাচের প্রস্তুতি নিতে হবে।’

এদিকে একই রাতে বার্সাকে হারিয়ে রিয়ালের হাতে ট্রফি তুলে দেওয়ার পাশাপাশি প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলাও নিশ্চিত করেছে জিরোনা। ঐতিহাসিক এ সাফল্যে উচ্ছ্বসিত জিরোনা কোচ মাইকেল বলেছেন, ‘এটা অসাধারণ। আশা করি সবাই এটা উপভোগ করছে। আমরা যা করেছি তা অবিশ্বাস্য। আমরা এখন পর্যন্ত ৭৪ পয়েন্ট পেয়েছি। এই খেলোয়াড়েরা যা করেছে তা অভূতপূর্ব। আমরা চ্যাম্পিয়নস লিগে জায়গা পেয়েছি এবং বার্সাকে হারিয়েছি। এখন তাদের ওপরে থেকে শেষ করতে চাই।’