প্রথম ব্রিটিশ হিসেবে ইউরোপে ‘ফিফটি’ কেইনের

বায়ার্নের হয়ে গতকাল রাতে জোড়া গোল পেয়েছেন হ্যারি কেইনএএফপি

লাৎসিওর বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে গতকাল রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় নেমেছিল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের জোড়া গোলে সেই পিছিয়ে থাকা থেকে ফিরতি লেগে ঘুরে দাঁড়িয়ে ৩-০ ব্যবধানের জয় পেয়েছে জার্মান ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের জয়ে বায়ার্নের কোয়ার্টার ফাইনালে ওঠার নায়কও কেইন। আর নায়ক হওয়ার রাতে দারুণ এক কীর্তিও গড়েছেন ইংল্যান্ডের এই স্ট্রাইকার। ব্রিটেনের প্রথম খেলোয়াড় হিসেবে উয়েফা আয়োজিত ক্লাব প্রতিযোগিতায় ন্যূনতম ৫০ গোলের মাইলফলক ছুঁলেন কেইন।

আরও পড়ুন

ম্যাচের ৩৮ মিনিটে রাফায়েল গুয়েরেরোর পাস থেকে উয়েফার ক্লাব প্রতিযোগিতায় নিজের ৫০তম গোলটি তুলে নেন কেইন। ৬৬ মিনিটে দ্বিতীয় গোল করে মাইলফলকটি টপকেও যান। চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে ২৭ গোল হয়ে গেল কেইনের।

ইউরোপে দ্বিতীয় স্তরের টুর্নামেন্ট ইউরোপা লিগে কেইনের গোলসংখ্যা ১৮ এবং কনফারেন্স লিগে করেছেন ৬ গোল। উয়েফা আয়োজিত ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় ২৪তম খেলোয়াড় হিসেবে অন্তত ৫০ গোল করলেন কেইন।

কেইনের আগে ব্রিটেনের খেলোয়াড়দের মধ্যে এত দিন সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছিল লিভারপুল কিংবদন্তি স্টিভেন জেরার্ডের দখলে। ৪১ গোল করেছিলেন সাবেক এই মিডফিল্ডার। চ্যাম্পিয়নস লিগে করেছেন ২১ গোল, উয়েফা কাপ/ইউরোপা লিগ মিলিয়ে ৯ গোল, চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগ বাছাই মিলিয়ে করেছেন আরও ১১ গোল।

৪০ গোল নিয়ে তালিকায় তৃতীয় ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ওয়েইন রুনি। চ্যাম্পিয়নস লিগে ৩০ গোল করেছেন ইংল্যান্ডের সাবেক এই স্ট্রাইকার। ৬ গোল করেছেন ইউরোপা লিগে। বাকি ৪ গোল করেছেন চ্যাম্পিয়নস লিগ বাছাইয়ে।

উয়েফা ক্লাব প্রতিযোগিতায় প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ গোলের (১৪৩ ম্যাচ) মাইলফলক ছোঁয়ার রেকর্ড ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০১৭ সালের এপ্রিলে এই রেকর্ড গড়েছিলেন পর্তুগিজ কিংবদন্তি। ছয় মাস পর তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও উয়েফা ক্লাব প্রতিযোগিতায় শত গোলের (১২২ ম্যাচ) মাইলফলকের দেখা পান।

আরও পড়ুন

উয়েফা ক্লাব প্রতিযোগিতায় গোলসংখ্যায় রোনালদো এখনো অন্যদের চেয়ে এগিয়ে। সৌদি ক্লাব আল নাসর তারকার গোলসংখ্যা ১৪৫। অবশ্য ৩৯ বছর বয়সী রোনালদোর ইউরোপে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। তাই এই গোলসংখ্যা সম্ভবত আর বাড়বে না। ১৩২ গোল নিয়ে দ্বিতীয় মেসি। আর্জেন্টাইন কিংবদন্তিও ইউরোপ ছেড়ে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবলে। ৩৬ বছর বয়সী মেসিও সম্ভবত আর ফিরবেন না ইউরোপে। তাই গোলসংখ্যাও বাড়ার সম্ভাবনা নেই।

উয়েফা ক্লাব প্রতিযোগিতায় আরেকজন খেলোয়াড় শততম গোলের মাইলফলকের দেখা পেয়েছেন—রবার্ট লেভানডফস্কি। বার্সেলোনা তারকার গোলসংখ্যা ১০১।

চলতি মৌসুমে নিয়মিতই গোল করছেন কেইন। গতকাল রাতে লাৎসিও এর বিপক্ষে গোলের পর
এএফপি

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা খেলোয়াড়দের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে সবচেয়ে বেশি গোলে অবদান কেইন ও পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পের। ৩৪ ম্যাচে ৪১ গোলে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ অবদান রেখেছেন এমবাপ্পে। কেইনও ৪১ গোলে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ অবদান রেখেছেন, তবে এমবাপ্পের চেয়ে একটি ম্যাচ কম খেলেছেন বায়ার্ন তারকা। জয়ের পর কেইন বলেন, ‘এটা ছিল আমাদের জন্য নিখুঁত রাত। সবাই যেভাবে খেলেছে, সুযোগ তৈরি করেছে, সব মিলিয়ে উঁচুমানের পারফরম্যান্সই ছিল।’

আরও পড়ুন