সবার আগে সেমিফাইনালে ড্যাফোডিল, ম্যাচসেরা এক নাইজেরিয়ান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গোল উদ্‌যাপনতানভীর আহাম্মেদ

টুর্নামেন্টের প্রথম আসরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সেই হতাশা ভুলে দ্বিতীয় ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে দলটি। আজ প্রথম কোয়ার্টার ফাইনালে জিততে ড্যাফোডিলকে অবশ্য ঘাম ঝরাতে হয়েছে। কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দারুণ লড়াই করেও হেরেছে ১-০ গোলে।

সিসিএন গতবারও কোয়ার্টার ফাইনালে হেরেছিল। সেবার তাদের প্রতিপক্ষ ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। নির্ধারিত ৭০ মিনিট শেষে যোগ করা সময়ে তারা গোল খেয়েছিল। এবার গোল খেয়েছে ৪৩ মিনিটে। ফ্রিকিকে ড্যাফোডিলের একমাত্র গোলটি করেছেন চন্দন রায়। গোলকিপার সৈয়দ আবদুল্লাহ আল মারুফ ডান দিকে ঝাঁপিয়েও বল পাননি। বলটা সাইড পোস্টে লেগে জালে যায়। এই একটি গোল হজম ছাড়া গোটা ম্যাচে আস্থা নিয়ে খেলেছেন মারুফ। রুখে দিয়েছেন শক্তিশালী প্রতিপক্ষের বেশ কিছু আক্রমণ। মারুফ রুখে না দাঁড়ালে ড্যাফোডিলের জয়ের ব্যবধান হতে পারত আরও বড়।

গোল বেশি না পাওয়ার আক্ষেপ থাকতে পারে ড্যাফোডিলের। কিন্তু শেষ পর্যন্ত জয়টাই যেখানে আসল, জয়ের ব্যবধান নিয়ে কে ভাবে। খেলাটাও আবার সাভার বিরুলিয়ায় ড্যাফোডিলের মাঠে। ফলে শেষ বাঁশির পর জয়োৎসবেই মেতে ওঠে ‘স্বাগতিকেরা’। মঙ্গলবার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার টেকনোলজির (এআইইউবিএটি) বিপক্ষে ১-০ গোলে গ্রুপ ফাইনাল জেতার পর গোলদাতা মাহবুবুর রহমানকে কাঁধে তুলে নেন শিক্ষার্থীরা। আজ তাঁরা কাঁধে তুলে নিয়েছেন গোলদাতা দীপককে নয়, এক ভিনদেশিকে।

ম্যাচসেরা নাইজেরিয়ান শিক্ষার্থী আবুবকর আব্বাসকে কাঁধে তুলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমর্থকদের উল্লাস
প্রথম আলো

গোল না করেও নাইজেরিয়ার শিক্ষার্থী আবুবকর আব্বাস আক্রমণের প্রাণ ছিলেন ড্যাফোডিলের। শেষ দিকে তাঁর দুরন্ত এক হেড লাগে ক্রসবারে। এই টুর্নামেন্টে আবুবকর আলো কেড়েছেন ড্যাফোডিলের জার্সিতে। পুরস্কার মঞ্চে ম্যাচসেরা হিসেবে তাঁর নাম ঘোষণা হতেই উল্লাসে ফেটে পড়েন ড্যাফোডিলের শিক্ষার্থীরা। আবুবকরের হাতে ম্যাচসেরার হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির প্রধান ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফউদ্দিন আহমেদ ও ইস্পাহানি টি লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হারুন।

আরও পড়ুন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একমাত্র গোলটি চন্দন রায়ের
প্রথম আলো

এই ম্যাচে ড্যাফোডিলের জার্সিতে খেলেছেন জাতীয় দলের ডিফেন্ডার ইসা ফয়সাল। যিনি প্রিমিয়ার লিগে বাংলাদেশ পুলিশ এফসিতে খেলছেন। একই দলের হয়ে পুলিশের মিডফিল্ডার আবু সাহেদ ও গত বছর বিশ্বকাপ বাছাইয়ে জাতীয় দলে ডাক পাওয়া দীপক রায়ও খেলেছেন ম্যাচটিতে। চট্টগ্রাম আবাহনীর সোহানুর রহমান ও ফাহিম মোর্শেদও ছিলেন জয়ী দলের একাদশে। প্রিমিয়ার লিগের খেলোয়াড়সমৃদ্ধ ড্যাফোডিল যোগ্যতর দল হিসেবেই জিতেছে।

আরও পড়ুন