সিটি আবারও শিরোপা জয়ের সম্ভাবনায় এগিয়ে, বলছে সুপারকম্পিউটার

আবারও ট্রফিজয়ের সম্ভাবনায় এগিয়ে গেছে ম্যানচেস্টার সিটিরয়টার্স

প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকায় ম্যানচেস্টার সিটি এখন তিন নম্বরে। এক পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে লিভারপুল, আর শীর্ষে আর্সেনাল। তবে আর্সেনাল বা লিভারপুল নয়, অপটার সুপারকম্পিউটারের হিসাবে এই মুহূর্তে ট্রফি জেতার সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে পিছিয়ে থাকা সিটি। পেপ গার্দিওলার দলের টানা চতুর্থ লিগ শিরোপা জয়ের সম্ভাবনা এখন ৩৯.৭ শতাংশ।

দুই দলের পেছনে থাকার পরও সিটির সম্ভাবনা বেড়ে যাওয়ার কারণ ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল ড্র। রোববার ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করে বড় হোঁচট খেয়েছে লিভারপুল। একধাক্কায় লিভারপুলের ট্রফি জয়ের সম্ভাবনা কমেছে ১৩.৭ শতাংশ।

প্রতি রাউন্ড শেষে প্রিমিয়ার লিগের শিরোপা–সম্ভাবনার ভবিষ্যদ্বাণী করছে ফুটবল পরিসংখ্যান ও তথ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার। দলগুলোর সামনের ম্যাচ, প্রতিপক্ষ, খেলোয়াড়দের ফর্ম, অনুপস্থিতিসহ বিভিন্ন অনুষঙ্গ মিলিয়ে এই ভবিষ্যৎ নির্ণয় করা হয়।

লিগের ৩২তম রাউন্ডের আগে সম্ভাবনায় সবচেয়ে সবচেয়ে এগিয়েছিল লিভারপুল। ক্লপের দলের হাতে ট্রফি ওঠার সুযোগ ছিল ৪৫ শতাংশ। কিন্তু ইউনাইটেডের সঙ্গে ড্রয়ের পর সুযোগ কমে ৩১.৩ শতাংশে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

লিভারপুল ড্র করলেও এই রাউন্ডে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে ৩ মিনিটে পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত ৪-২ গোলে জিতেছে সিটি। আর আর্সেনাল ৩-০ ব্যবধানে হারায় ব্রাইটনকে। ক্রিস্টালকে হারানোর আগে সিটির ট্রফি জয়ের সম্ভাবনা ছিল ৩৩.৬ শতাংশ। সেটি ৬.১ শতাংশ বেড়ে হয়েছে ৩৯.৭ শতাংশ। অর্থাৎ, এক সপ্তাহ লিভারপুল যে জায়গায় ছিল, সিটিও এখন সেখানেই। যদিও শতাংশের হারে সম্ভাবনা একেবারে একচ্ছত্র নয়।

ইউনাইটেডের সঙ্গে ড্র করে হারের যন্ত্রণা নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল
রয়টার্স

ইউনাইটেডের মাঠে লিভারপুলের ড্রয়ে বড় লাভ হয়েছে আর্সেনালের। লিভারপুল জিতলে তারাই পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যেত। এখন পয়েন্ট আর্সেনালের সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে অলরেডরা। ৩২তম রাউন্ডের আগে আর্সেনালের লিগ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল ২১.৪ শতাংশ। সেটি ৭.৬ শতাংশ বেড়ে ২৯ শতাংশে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

৩২ ম্যাচে শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৭১। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। তৃতীয় স্থানে থাকা সিটির পয়েন্ট ৩২ ম্যাচে ৭০। তিন দলেরই এখন ৬টি করে ম্যাচ বাকি। এর মধ্যে লিভারপুলের ৪টি ম্যাচই প্রতিপক্ষের মাঠে (ফুলহাম, এভারটন, ওয়েস্ট হাম ও অ্যাস্টন ভিলা)। আর্সেনালের সামনে বড় অ্যাওয়ে ম্যাচ আছে দুটি—একটি টটেনহামের মাঠে, আরেকটি ইউনাইটেডের ওল্ড ট্রাফোর্ডে। এদিক থেকে কিছুটা সহজ পথ ম্যানচেস্টার সিটির। চারটি অ্যাওয়ে ম্যাচ আছে—যার তিনটিতে প্রতিপক্ষ ব্রাইটন, নটিংহাম ও ফুলহাম। চতুর্থ অ্যাওয়ে ম্যাচটি টটেনহামের মাঠে, লিগের শেষ দিনে।

লিগের লড়াইয়ের মধ্যেই চ্যাম্পিয়নস লিগের ব্যস্ততা আছে সিটি, আর্সেনালের। আগামীকাল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এমিরেটসে বায়ার্ন মিউনিখকে আতিথেয়তা দেবে আর্সেনাল, একই সময়ে সিটি নামবে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। পরের সপ্তাহেই সেমিফাইনাল অঙ্ক মেলানোর দ্বিতীয় লেগ।

আরও পড়ুন