সাবিনাকে ছাড়াই বাংলাদেশের একাদশ

সাবিনা খাতুনপ্রথম আলো

চীনা তাইপের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধের পর অধিনায়ক সাবিনা খাতুনকে তুলে নিয়েছিলেন ইংলিশ কোচ জেমস পিটার বাটলার। আজ দ্বিতীয় ম্যাচে সাবিনাকে একাদশেই রাখলেন না কোচ। দীর্ঘ ক্যারিয়ারে তাঁর জাতীয় দলের একাদশ থেকে বাদ পড়ার ঘটনা নেই বললেই চলে।

আরও পড়ুন

২০১০ সালে এসএ গেমসে অভিষেক হয়েছিল সাবিনার। ২০১৬ সালে অধিনায়কত্ব পান জাতীয় দলের। বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল স্ট্রাইকার সাবিনা এ বছর মেয়েদের লিগেও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ১৭ গোল করে নাসরিন স্পোর্টস একাডেমির শিরোপা জয়ে রেখেছেন বড় অবদান।

মাসুরা পারভীনকেও একাদশে রাখা হয়নি
প্রথম আলো

আজ দ্বিতীয় ম্যাচে একাদশে নেই আরেক অভিজ্ঞ ডিফেন্ডার মাসুরা পারভীনও। আগের ম্যাচে কোচ সানজিদা আক্তারকে একাদশে রাখেননি। দ্বিতীয়ার্ধে তিনি নেমেছিলেন সাবিনার জায়গাতে। খেলেছিলেনও ভালো। কিন্তু সানজিদাকে আজও প্রথম একাদশে রাখেননি কোচ। গত ম্যাচে খেলা মাতসুশিমা সুমাইয়াকেও আজ একাদশে রাখা হয়নি।

চোটের কারণে চীনা তাইপের বিপক্ষে দুই ম্যাচেই দল থেকে ছিটকে গেছেন মারিয়া মান্দা। চোটের কারণে নেই কৃষ্ণা রানী সরকার। আজ দ্বিতীয় ম্যাচে একেবারে নতুন চেহারার দল নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।

আরও পড়ুন

প্রথম ম্যাচে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা চীনা তাইপের বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দলটি ম্যাচের প্রথম ২৬ মিনিটেই এগিয়ে গিয়েছিল ৩-০ গোলে। একাদশেও ছিল কিছু ওলটপালট। ম্যাচ শেষে নতুন কোচ নারী ফুটবল দল নিয়ে কিছুটা পরীক্ষা-নিরীক্ষারই ইঙ্গিত দিয়েছিলেন। তবে সাবিনাকে দ্বিতীয়ার্ধে তিনি চোটের কারণে তুলে নিয়েছিলেন বলে জানিয়েছিলেন।

বাংলাদেশ দল : রুপনা চাকমা (গোলকিপার), শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, মনিকা চাকমা, তহুরা খাতুন, মুনকি আক্তার, স্বপ্না রানী, আনাই মোগিনি, ঋতু পর্না চাকমা, শামসুন্নাহার জুনিয়র।