মেসিকে নিয়ে আলোচনার মধ্যেই মায়ামিতে আর্জেন্টিনার কোচ

মেসিকে পেতে ইন্টার মায়ামির সাহায্য চাচ্ছে বার্সেলোনাছবি: রয়টার্স

পিএসজি ছেড়ে দিলে লিওনেল মেসির সম্ভাব্য গন্তব্যগুলোর মধ্যে নাম আছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিরও। খবরে প্রকাশ, আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনুষ্ঠানিক একটা প্রস্তাবও দিয়ে রেখেছে তারা। কিন্তু কাল ইন্টার মায়ামি তাদের কোচ ফিল নেভিলকে ছাঁটাই করে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আর্জেন্টিনার হাভিয়ের মোরালেসকে। ব্যাপারটা কাকতালীয় হলেও মেসিকে দেওয়া ইন্টার মায়ামির প্রস্তাবের সঙ্গে কোচ হিসেবে আর্জেন্টিনার মোরালেসকে নিয়োগ দেওয়ায় গুঞ্জনটা একটু হলেও ডালপালা মেলছে।

মেজর লিগে খুব ভালো করতে পারছে না ইন্টার মায়ামি। শেষ ১৫ ম্যাচের ১০টিতে হেরেছে তারা। তাই নেভিলকে চলে যেতেই হচ্ছে। ইন্টার মায়ামির অন্যতম মালিক ডেভিড বেকহামকে নিতে হয়েছে কঠোর সিদ্ধান্ত। একসময় ম্যানচেস্টার ইউনাইটেডে নেভিল বেকহামের সতীর্থ ছিলেন। তবে ইন্টার মায়ামির ক্ষেত্রে বেকহাম নিজের আবেগকে একপাশে সরিয়ে রেখেছেন।

আরও পড়ুন
ফিল নেভিলকে বরখাস্ত করে আর্জেন্টাইন কোচ নিয়োগ দিয়েছে ইন্টার মায়ামি
ছবি: রয়টার্স

মোরালেস কোচ হয়ে তাঁর সহযোগীর তালিকাতেও বেছেছেন আর্জেন্টাইনদের। গোলকিপিং কোচ হয়েছেন সেবাস্তিয়ান সাজা। তিনি আর্জেন্টিনার হয়ে খেলেছেন চারটি আন্তর্জাতিক ম্যাচ। খেলেছেন আর্জেন্টাইন ক্লাব সান লরেঞ্জোতে। ইন্টার মায়ামির রিজার্ভ দলের কোচও একজন আর্জেন্টাইন—ফেদেরিকো হিগুয়েইন। তিনি আর্জেন্টিনা ও রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইনের ভাই। রিজার্ভ দলের সহকারী কোচ হিসেবে আছেন আরেক আর্জেন্টাইন ক্রিস্টিয়ান রাউল লেদেসমা। মায়ামি দলে আর্জেন্টিনার ডিফেন্ডার ফ্রাঙ্কো নেগরি খেলছেন আগে থেকেই। আছেন ফরোয়ার্ড নিকোলার স্তেফানেল্লি। ইন্টার মায়ামি দলের আরেক আর্জেন্টাইন বেঞ্জামিন ক্রেমাসচিকে বলা হয় মেজর লিগ সকারেরই অন্যতম সেরা তরুণ প্রতিভা। গত ডিসেম্বরে তিনি আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলে সুযোগ পেয়েছিলেন।

আরও পড়ুন
মেজর লিগের দল ইন্টার মায়ামি কিনতে চায় মেসিকে
ছবি: রয়টার্স

দেখা যাচ্ছে, ইন্টার মায়ামির সঙ্গে একরকম আর্জেন্টাইন সংযোগ আছে। কিন্তু তার মানে এই নয় যে মেসি পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের এই ক্লাবেই খেলতে যাচ্ছেন। প্রস্তাব দেওয়া যেতেই পারে, কিন্তু সেই প্রস্তাব মেসি গ্রহণ করবেন কি না, সেটা পুরোপুরি আর্জেন্টাইন তারকার ব্যাপার। সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে এরই মধ্যে বিশাল এক প্রস্তাব পেয়েছেন মেসি। গত মাসে এএফপি জানিয়েছিল, তিনি সৌদি আরবের ক্লাবের সঙ্গে চুক্তির বিষয়ে সম্মত হয়েছেন; যদিও সেই খবর মেসির ঘনিষ্ঠজনেরা অস্বীকার করেছেন।

ইদানীং শোনা যাচ্ছে, মেসির নাকি সৌদি আরবে যাওয়ার সম্ভাবনাই বেশি। সাবেক ক্লাব বার্সেলোনায় যে তিনি ফিরছেন না, সেটি মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। বার্সেলোনার যে আর্থিক অবস্থা, তাতে মেসিকে দলে নেওয়ার ব্যাপারটি অনেক ‘যদি’, ‘কিন্তু’র ওপর নির্ভরশীল। কিন্তু সেই ‘যদি’ আর ‘কিন্তু’র সমীকরণটাই এখন পর্যন্ত মেলাতে পারেনি বার্সেলোনা। কেউ কেউ বলছেন, বার্সেলোনা মেসিকে ফেরানোর ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপই নাকি গ্রহণ করেনি বার্সেলোনা। সমর্থকদের মনে সন্দেহ জন্ম নিতেই পারে, এই যে মেসিকে ফেরানোর ব্যাপারে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা নানা ধরনের কথাবার্তা বলে আসছেন, এসব কোনো স্টান্টবাজি কি না!

কোথায় যাবেন লিওনেল মেসি
ফাইল ছবি

দৃশ্যপটে ইন্টার মায়ামি ছিল না অনেক দিনই। গত কয়েক দিন তাদের নামটা আসছে মেসিকে ঘিরে। অতি আশাবাদীরা অবশ্য বলছেন, ২০২৪ কোপা আমেরিকা যেহেতু যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে, তাই মেসি মেজর লিগে নাম লেখালেও লেখাতে পারেন। কিন্তু সৌদি আরব থেকে যে অঙ্কের প্রস্তাব মেসি পেয়েছেন, সেটির সঙ্গে লড়াই করা ইন্টার মায়ামির পক্ষে মোটেও সম্ভব নয়। যদিও খবর রটেছিল, মেসি যেন মেজর লিগে নাম লেখাতে পারেন, সে লক্ষ্যে লিগের বেশ কয়েকটি ক্লাব মিলে নাকি তহবিল গঠন করতে চেয়েছিল। তবে সৌদি আরবের আল হিলাল ক্লাবের প্রস্তাব আসলে ছাপিয়ে গেছে আর সবকিছুকেই।