বায়ার্নকে হারিয়ে ‘লিভারপুল পরীক্ষায়’ পাস করে যা বললেন জাবি আলোনসো

লেভারকুসেন কোচ জাবি আলোনসোরয়টার্স

বুন্দেসলিগায় গতকাল রাতে বায়ার্ন মিউনিখ-লেভারকুসেনের ম্যাচটি নানা দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। লিগ শিরোপা নির্ধারণে এই ম্যাচের বিশেষ প্রভাব তো ছিলই, সঙ্গে লেভারকুসেন কোচ জাবি আলোনসোর জন্যও এ ম্যাচ মহাগুরুত্বপূর্ণ।

আগামী মৌসুমে ইয়ুর্গেন ক্লপের স্থলাভিষিক্ত হয়ে লিভারপুলে আলোনসোর যাওয়ার কথা শোনা যাচ্ছে। বায়ার্ন ম্যাচটিকে তাই এই স্প্যানিশ কোচের জন্য ‘অডিশন’ বা পরীক্ষার মঞ্চ হিসেবে দেখছিলেন অনেকে। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোও বলছিল, এই ম্যাচে লেভারকুসেনের পারফরম্যান্সের সঙ্গে জড়িয়ে আছে আলোনসোর লিভারপুল-ভাগ্য। সেই পরীক্ষায় দারুণভাবে উতরে গেছেন আলোনসো।

আরও পড়ুন

বায়ার্নকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আলোনসোর লেভারকুসেন। এই জয় দিয়ে বুন্দেসলিগা জয়ের স্বপ্নও উজ্জ্বল হয়েছে লেভারকুসেনের। ২১ ম্যাচ শেষে শীর্ষ থাকা লেভারকুসেন বায়ার্নের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে আছে। লেভারকুসেনের ৫৫ পয়েন্টের বিপরীতে বায়ার্নের পয়েন্ট ৫০। এখন লিগে বাকি থাকা ১৩ ম্যাচে নাটকীয় কোনো পতন না হলে শিরোপা–স্বপ্ন দেখতেই পারে ক্লাবটি; যদিও এখনই শিরোপা নিয়ে ভাবছেন না বলে মন্তব্য করেছেন আলোনসো।

গতকাল রাতে ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আলোনসো বলেছেন, ‘আমরা লড়াই করতে চেয়েছি। আমরা দারুণভাবে নিজেদের কাজটা করেছি। দলের শৃঙ্খলা এবং সংহতিও অসাধারণ ছিল। সামগ্রিকভাবে দলের পারফরম্যান্স দুর্দান্ত হয়েছে। ছেলেরাও দারুণ প্রতিশ্রুতিশীল ছিল। যখন আমাদের পারফরম্যান্স করা জরুরি ছিল, আমরা তা করে দেখিয়েছি।’

লেভারকুসেন খেলোয়াড়দের উদ্‌যাপন
রয়টার্স

দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে খুশি এই কোচ বলেছেন, ‘সব খেলোয়াড় নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করেছে। আমরা যথেষ্ট সুযোগ পেয়েছি এবং তারা বলতে গেলে কোনো সুযোগই পায়নি। আমার দলটি দুর্দান্ত, অসাধারণ সব খেলোয়াড়। আমি একা এটা করতে পারতাম না। আমরা প্রাণশক্তিতে ভরপুর ছিলাম এবং এটাই মূল ব্যাপার ছিল। খেলোয়াড়দের মধ্যে বিশ্বাস আছে এবং সেটাই আমাদের প্রয়োজন।’

আরও পড়ুন

বায়ার্ন ম্যাচের পর নিশ্চিতভাবেই এসেছে শিরোপা জয়ের প্রসঙ্গও। যদিও এখন শিরোপা নিয়ে ভাবছেন না বলে মন্তব্য করেছেন এ স্প্যানিশ কোচ, ‘শিরোপা জয়ের সুযোগ? আমরা সে ব্যাপারে মে’তে কথা বলব। আমাদের বাস্তববাদী হতে হবে এবং নিজেদের পা মাটিতেই রাখতে হবে।’

অন্যদিকে এই হারে টমাস টুখেলের ওপর চাপ আরও বাড়ল। যদিও বায়ার্ন কোচ এখনই হাল ছাড়তে নারাজ, ‘আমরা হার মানব না। আমাদের ধরনও বদলাব না। নিজেদের লক্ষ্য বাস্তবায়ন করতে হলে আমাদের এগিয়ে যেতে হবে এবং আরও ভালো করতে হবে।’