বিশ্ব কাঁপছে বিশ্বকাপ-জ্বরে। কাতারে চলছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপ ২০২২। সেই উম্মাদনা-আমেজের রং লেগেছে প্রথম আলোতেও। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে নানা রকম আয়োজন করেছে প্রথম আলো ডটকম। এর মধ্যে উল্লেখযোগ্য ‘শাহ্ সিমেন্ট নিবেদিত উদ্দীপ্ত তারকার গল্প’।

বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলারদের জীবনের অনেক গল্পই আমাদের অজানা। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া সেসব উদ্দীপ্ত তারকার জানা-অজানা গল্প নিয়েই সাজানো হয়েছে বায়োগ্রাফিক্যাল ইনফোগ্রাফিক ভিডিও-সিরিজ ‘উদ্দীপ্ত তারকার গল্প’

বিভিন্ন দেশের ১০ ফুটবল-তারকাকে নিয়ে তৈরি এ ভিডিও-গল্পগুলোতে উঠে এসেছে তাঁদের শৈশব-কৈশোর, ব্যক্তি ও পারিবারিক জীবন এবং খেলোয়াড়-জীবনের সংগ্রাম-ব্যর্থতা-সাফল্যের চমকপ্রদ নানা তথ্য।

‘উদ্দীপ্ত তারকার গল্প’ সিরিজটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন শরীফুল হক। ভিডিওগুলো ধারাবাহিকভাবে প্রকাশ হবে প্রথম আলো ডটকম, প্রথম আলোর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এবং শাহ্ সিমেন্টের ফেসবুক পেজে।

ভিডিওগুলোর দর্শকদের জন্য রয়েছে নানা আকর্ষণীয় পুরস্কার। প্রতিটি ভিডিওর শেষে সংশ্লিষ্ট তারকার ওপর থাকবে একটি কুইজ। নির্ধারিত সময়ের মধ্যে দিতে হবে উত্তর। সঠিক উত্তরদাতা একজন পুরস্কার হিসেবে পাবেন একটি আকর্ষণীয় স্মার্টফোন। ১০টি পর্ব শেষে কুইজ বিজয়ী ১০ জন সঠিক উত্তরদাতার মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত একজন বিজয়ী পাবেন শাহ্ সিমেন্টের পক্ষ থেকে মেগা উপহার ‘আইফোন-১৪’।

বিস্তারিত জানা যাবে প্রথম আলো ও শাহ্ সিমেন্টের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে