ভায়োকানোর বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার আগেই কেন মাঠ ছেড়েছিলেন রোনালদো

রোনালদো স্টেডিয়াম থেকে বেরিয়ে গেলেন ম্যাচ শেষ না করেইছবি: এএফপি

এ মৌসুমে কালই প্রথম ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে খেলতে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রায়ো ভায়োকানোর বিপক্ষে প্রীতি ম্যাচটি অবশ্য পর্তুগিজ তারকার জন্য খুব একটা প্রীতিকর হয়নি। প্রথমার্ধের ৪৫ মিনিটের পর কোচ এরিক টেন হাগ তাঁকে মাঠ থেকে তুলে নেন। সেই ক্ষোভেই কিনা, খেলা শেষ না হতেই স্টেডিয়াম ত্যাগ করেন তিনি। যদিও ব্যাপারটি নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড বলছে, ‘ব্যাপার না। রোনালদো আমাদের জানিয়েই মাঠ ত্যাগ করেছেন।’

কাল ভায়োকানোর বিপক্ষে ম্যাচটি জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ১-১ গোলে ড্র হয়েছে খেলাটি। তবে রোনালদোর এই স্টেডিয়াম ত্যাগের ঘটনা নতুন করে ম্যানচেস্টারে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ব্রিটিশ পত্রিকাগুলো বলছে, ৪৫ মিনিট পর রোনালদোকে তুলে নেওয়ার অর্থ হচ্ছে, নতুন মৌসুমে টেন হাগের পরিকল্পনা কোনোমতেই রোনালদো-কেন্দ্রিক নয়। মাঠ থেকে তুলে নেওয়ার সময় ডাচ কোচের সঙ্গে কথা বলতে দেখা গেছে রোনালদোকে। আলোচনাটি যে খুব একটা বন্ধুত্বপূর্ণ ছিল না, সেটিও বলছে ব্রিটিশ গণমাধ্যম।

রোনালদো এ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে কোনোভাবেই খেলতে চাচ্ছেন না। ইউনাইটেড এবার চ্যাম্পিয়নস লিগে নেই—রোনালদোর না–রাজির কারণ এটিই। তিনি কোনোমতেই চ্যাম্পিয়নস লিগের বাইরে থাকতে চান না। সে জন্য সম্ভব-অসম্ভব গন্তব্যের সঙ্গে আলোচনাও করেছেন এজেন্টের মাধ্যমে। সেই গন্তব্যগুলোর মধ্যে আছে বায়ার্ন মিউনিখ, পিএসজি, চেলসি এমনকি আতলেতিকো মাদ্রিদও। কেবল চ্যাম্পিয়নস লিগে খেলতেই রোনালদো তাঁর আঁতুড়ঘর স্পোর্তিং লিসবনে ফিরবেন—এমন গুঞ্জনও আছে।

নতুন করে প্রশ্ন উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেডে তাঁর ভবিষ্যৎ নিয়ে
ছবি: এএফপি

যদিও বায়ার্ন, পিএসজি এরই মধ্যে রোনালদোকে না নেওয়ার কথা জানিয়ে দিয়েছে। চেলসি কোচ টমাস টুখেলও রোনালদোকে নিতে চান না। আতলেতিকোর সামর্থ্যই নেই রোনালদোর বেতন গোনার। এখন রোনালদোর এমন অবস্থা যে বেতন কমিয়ে হলেও ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান। যদিও রোনালদোর সঙ্গে আলোচনা করে ইউনাইটেড জানিয়ে দিয়েছে, ‘তুমি কোথাও যাচ্ছ না।’

রোনালদো হয়তো নিজের ভবিতব্য মেনেই নিয়েছিলেন। রায়ো ভায়োকানো ম্যাচের আগে হাসিমুখে ক্যারিংটনে অনুশীলনও করেছিলেন, সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছেও। কিন্তু যেই কোচ চেন হাগ তাঁকে মাঠ থেকে তুলে নিলেন, পরিস্থিতি আবারও জটিল।

ম্যাচের পর রোনালদোর স্টেডিয়াম ত্যাগ নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড মুখ না খুললেও আজ এ নিয়ে নিজেদের বক্তব্য জানিয়েছে তারা। স্কাই স্পোর্টস জানিয়েছে, ব্যাপারটি নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো সমস্যা নেই। রোনালদোর সঙ্গে নাকি আরও কয়েকজন খেলোয়াড় খেলা শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ত্যাগ করেছিল বলে জানিয়েছে তারা।

রোনালদোকে উঠিয়ে দ্বিতীয়ার্ধে আমাদ দিয়ালোকে মাঠ নামিয়েছিলেন টেন হাগ। ৪৮ মিনিটে তিনি দলকে এগিয়ে দিয়েছিলেন। যদিও এরিক গার্সিয়ার গোলে ম্যাচে সমতা ফেরায় ভায়োকানো।