ছবির গল্পে রিয়ালের ইউরোপ জয়, ক্রুস-রয়েসের বিদায়

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে ১৫তম বার ইউরোপসেরা রিয়াল মাদ্রিদ। ছবির গল্পে আসুন দেখে নিই ম্যাচের টুকরো টুকরো মুহূর্ত।
১ / ১২
ফাইনাল শুরুর আগে ট্রফি রাখেন রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদান
উয়েফা চ্যাম্পিয়নস লিগ এক্স
২ / ১২
ফাইনালের আগে গান পরিবেশনা করেন যুক্তরাষ্ট্রের সঙ্গীতশিল্পী লেনি ক্রাভিৎজ
উয়েফা
৩ / ১২
প্রথমার্ধে দারুণ খেলেছে ডর্টমুন্ড। চাপে ছিল রিয়াল মাদ্রিদ
উয়েফা
৪ / ১২
প্রথমার্ধে বল পোস্টে মারেন ডর্টমুন্ডের ফুলক্রুগ
উয়েফা
৫ / ১২
৭৪ মিনিটে কারভাহালের গোলে এগিয়ে যায় রিয়াল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ এক্স
৬ / ১২
গোল করে রদ্রিগোর সঙ্গে উদ্‌যাপন ভিনিসিয়ুসের
উয়েফা
৭ / ১২
ফাইনালে হারে হতাশ ডর্টমুন্ডের তারকা ম্যাটস হুমেলস
উয়েফা
৮ / ১২
ক্লাব ক্যারিয়ারে নিজের শেষ ম্যাচে এভাবেই ভালোবাসায় সিক্ত হলেন রিয়াল কিংবদন্তি টনি ক্রুস
উয়েফা
৯ / ১২
বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে শেষ ম্যাচ খেললেন মার্কো রয়েস। ক্রুস খেললেন ক্লাব ক্যারিয়ারে শেষ ম্যাচ। একই ফ্রেমে দুই তারকা
উয়েফা
১০ / ১২
বিমর্ষ ডর্টমুন্ড কোচ এদিন তেরজিচ
উয়েফা
১১ / ১২
শিরোপা উদ্‌যাপনে রিয়ালের খেলোয়াড়েরা
উয়েফা
১২ / ১২
১৫তম বারের মতো ইউরোপসেরা রিয়াল। খেলোয়াড়দের উদ্‌যাপনে সঙ্গী কোচ কার্লো আনচেলত্তি
উয়েফা