ক্লপের ভুলের কারণেই লিভারপুলের বাজে অবস্থা

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপছবি: এএফপি

ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমটা দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছিল লিভারপুল। গত ছয় মৌসুমে তাঁদের একবারও সেরা পাঁচের বাইরে থাকতে হয়নি। সাম্প্রতিক বছরগুলোয় শিরোপা–দৌড়ে ম্যানচেস্টার সিটির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীও ইয়ুর্গেন ক্লপের দল। অথচ এবারের মৌসুমে নিজেদের প্রথম তিন ম্যাচেই জয়হীন লিভারপুল। ৩ ম্যাচের দুটিতে ড্র, একটি হার—মাত্র ২ পয়েন্ট পেয়েছে অ্যানফিল্ডের দলটি।

২০১৫ সালের পর লিভারপুল এত বাজে শুরু আর কোনো মৌসুমেই করেনি। তিন ম্যাচ শেষে লিভারপুলের অবস্থান ১৬তম। লিভারপুলের এমন বাজে শুরুর কাটাছেঁড়া চলছে ফুটবল বিশ্বে। এবার লিভারপুল কোচ ক্লপও তাঁর দলের এমন অবস্থার কারণ জানিয়েছেন। নিজের একটি ভুলের কারণেই লিভারপুলের এই পরিস্থিতি বলে জানিয়েছেন ক্লপ।

আরও পড়ুন
চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি লিভারপুলের
ছবি: এএফপি

মৌসুম শুরুর আগে চড়া দামে লিভারপুল দলে টেনেছে উরুগুয়ের স্ট্রাইকার দারউইন নুনিয়েজকে। সঙ্গে কার্ভালহো ও কালভিন রামসেকেও দলে নিয়েছে লিভারপুল। কিন্তু অ্যানফিল্ডের দলটি কোনো মিডফিল্ডার কেনেনি। ক্লপ ভেবেছিলেন, নতুন আর কোনো মিডফিল্ডার প্রয়োজন নেই লিভারপুলের।

তবে মৌসুমের শুরুতেই থিয়াগো, কার্তিস জোনস, নাবি কেইতার চোটের কারণে মিডফিল্ডারের প্রয়োজন অনুভব করছেন ক্লপ। বোর্নমাউথের সঙ্গে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আক্ষেপ করেছেন নিজের এমন সিদ্ধান্ত নিয়ে, ‘মৌসুম শুরুর আগেই নতুন মিডফিল্ডার কেনা নিয়ে কথা হয়েছিল। আমাদের নতুন কাউকে প্রয়োজন নেই, আমিই এ কথা বলেছিলাম। তবে আমি ভুল ছিলাম।’

আরও পড়ুন

দলবদলের মৌসুম শেষ হতে বাকি আর কয়েক দিন। মিডফিল্ডার না নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসায় এই অল্প সময়ের মধ্যেই নতুন কাউকে দলে ভেড়াতে চায় ক্লাব। তবে অল্প সময়ে নতুন মিডফিল্ডার দলে ভেড়াতে গিয়ে কোনো ভুল করতে চায় না তারা।

সঠিক কাউকে খুঁজে পেলেই দলে টানার চেষ্টা করবেন ক্লপ, ‘আমরা নতুন কাউকে খুঁজছি, যদি তেমন কাউকে পাই, দলে নিতে চাইব। যদি তেমন কাউকে না পাওয়া যায়, তাহলে কাউকে আমাদের প্রয়োজন নেই। কার্তিস জোনস চোট থেকে ফিরেছে, থিয়াগো ও দিয়েগো জোতাও ফিট হয়ে উঠছে, এটা কিছুটা হলেও দলের ভারসাম্য ঠিক করবে।’

আরও পড়ুন