যে কীর্তিতে ডি ব্রুইনা-মেসির পেছনে ছুটছেন গ্রিজমান

আতলেতিকো মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজমানছবি : টুইটার

গোল করা আর গোল করানো, দুটিই সমানতালে করে যেতে পারা খেলোয়াড় খুব বেশি নেই বিশ্বে। চলতি মৌসুমে গোল করা আর গোল করানোর সব্যসাচী ভূমিকায় যেমন অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে লিওনেল মেসি।

বিষয়টি যদি শুধু গোল করানোর হয়, মেসির সঙ্গে বলতে হবে কেভিন ডি ব্রুইনার কথাও। গতকাল চলতি মৌসুমে লিগে গোল করানোর সংখ্যাটা দুই অঙ্কে নিয়ে এসে তাঁদের পেছনে ছুটছেন আঁতোয়ান গ্রিজমানও।

চলতি মৌসুমে ইউরোপের সেরা পাঁচ লিগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোলে সহায়তা ম্যানচেস্টার সিটির ডি ব্রুইনার। ইংলিশ প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচ খেলে ১৮ গোলে সহায়তা করেছেন এই বেলজিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার।

ফ্রেঞ্চ লিগ ‘আঁ’–তে পিএসজির জার্সিতে মেসির অ্যাসিস্ট ১৫টি। আর রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে আতলেতিকো মাদ্রিদের ৫-২ গোলের জয়ে ২টি নিয়ে গ্রিজমানের অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১১।

সব প্রতিযোগিতা মিলিয়ে ডি ব্রুইনার গোলে সহায়তা ২৭টি, খেলেছেন ৪২ ম্যাচ। মেসি এখানে ডি ব্রুইনার চেয়ে অনেকটাই পিছিয়ে। পিএসজির হয়ে ৩৭ ম্যাচ খেলে মেসির সহায়তা ১৯ গোল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে গ্রিজমানের ৪১ ম্যাচের সহায়তা ১৩টি।

কাতার বিশ্বকাপেও মেসি–ডি ব্রুইনার চেয়ে বেশি গোলের সুযোগ সৃষ্টি করেছেন গ্রিজমান
ছবি : টুইটার

যদি গোল আর গোলে সহায়তা একসঙ্গে ধরা হয়, তাহলে আবার ডি ব্রুইনার চেয়ে এগিয়ে মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯টিতে সহায়তার পাশাপাশি গোল করেছেন ২০টি। এই ২০ গোলের ১৫টি লিগে, ৪টি চ্যাম্পিয়নস লিগে এবং ১টি ট্রফি দে চ্যাম্পিয়নসে।

আরও পড়ুন

সব প্রতিযোগিতা মিলিয়ে ডি ব্রুইনার গোলে সহায়তা ২৭টি হলেও গোল মাত্র ৯টি। আর গ্রিজমানের ১৩ গোলে সহায়তার পাশাপাশি গোল ১২টি।