স্পেনে বর্ণবাদের অবসান হবে? গার্দিওলা আশাবাদী নন

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাছবি: এএফপি

বর্ণবাদ নিরসনে স্পেন সঠিক ব্যবস্থা নেবে বলে মনে করেন না ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। এ বিষয়ে তাঁর দেশকে নিয়ে সিটি কোচ ‘আশাবাদী নন’। বর্ণবাদের বিপক্ষে লড়াইয়ে স্প্যানিশ ফুটবলকে ইংলিশ প্রিমিয়ার লিগের পথ অনুসরণের পরামর্শ দিয়েছেন এই স্প্যানিশ কোচ।

আরও পড়ুন

ইংলিশ প্রিমিয়ার লিগে আগামীকাল ব্রেন্টফোর্ডের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলবে আগেই শিরোপা নিশ্চিত করা সিটি। গতকাল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় স্পেনে ভিনিসিয়ুসের বর্ণবাদের শিকার হওয়া নিয়ে জানতে চাওয়া হয় গার্দিওলার কাছে। গত রোববার ভ্যালেন্সিয়ার মাঠে দর্শকের বর্ণবাদী আচরণের শিকার হওয়ার পর রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে স্পেনকে ‘বর্ণবাদীদের দেশ’ বলেন।

স্প্যানিশ ফুটবলে এর আগেও বর্ণবাদের শিকার হয়েছেন ভিনিসিয়ুস। স্প্যানিশ ফুটবল বর্ণবাদের সমস্যা সেভাবে মোকাবিলা করতে পারছে না বলেও অভিযোগ উঠেছে। তবে ভিনিসিয়ুসের ঘটনায় এরই মধ্যে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করেছে স্প্যানিশ পুলিশ, ভ্যালেন্সিয়াকে জরিমানা করা হয়েছে এবং গ্যালারির যে অংশ থেকে বর্ণবাদী আচরণ করা হয়েছে সেই মারিও কেম্পেস স্ট্যান্ড আগামী পাঁচ ম্যাচ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

গার্দিওলা নিজে স্প্যানিশ, লা লিগায় বার্সেলোনার হয়ে খেলেছেন দীর্ঘদিন। পরে কোচ হিসেবেও অবিস্মরণীয় সাফল্য পেয়েছেন। স্পেনে বর্ণবাদ নিয়ে জানতে চাইলে গার্দিওলা বলেছেন, ‘অবশ্যই বর্ণবাদ সব জায়গাতেই সমস্যা, সেটি শুধু একটি জায়গায় (স্পেন) নয়। সবখানেই আমরা ভেবে নিই, আমরা আমাদের প্রতিবেশী কিংবা অন্যদের চেয়ে ভালো।’

আরও পড়ুন

গার্দিওলা এরপর বিষয়টি বুঝিয়ে বললেন, ‘শুধু লিঙ্গগত দিক থেকেই নয়, গায়ের রঙের কারণেও বর্ণবাদ সব জায়গাতেই আছে। আমরা বিশ্বাস করি, আমাদের ভাষা অন্যদের চেয়ে ভালো। দেশও অন্যদের চেয়ে এগিয়ে। কিন্তু এই বৈচিত্র্য আমাদের গ্রহণ করা উচিত, যদিও আমরা এখান থেকে এখনো অনেক দূরে আছি। স্পেনে এটার (বর্ণবাদ) হয়তো একটু উপশম হবে। তবে আমি আশাবাদী নই। নিজের দেশকে তো জানি, তাই আমি সত্যিই আশাবাদী নই। অনেক কালো মানুষ আছে, যারা নিজেদের অধিকার রক্ষার জন্য লড়াই করছে, যেটা তাদের করার কথা ছিল না। এটা বিচারিক কর্তৃপক্ষের করার কথা। কিন্তু স্পেনে কি এমন কোনো পরিবর্তন হবে?’

ব্রেন্টফোর্ডের সঙ্গে ম্যাচের পর এফএ কাপের ফাইনাল রয়েছে সিটির সামনে। এরপর ১০ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে গার্দিওলার দল।

সিটির এই কোচ মনে করেন, বর্ণবাদ নিরসনে ইংলিশ প্রিমিয়ার লিগ অন্য সব প্রতিযোগিতার জন্য উদাহরণ। আশির দশকে ভয়াবহ বর্ণবাদ নিরসনে কঠোর আইনের প্রয়োগ ঘটিয়ে পরিস্থিতির উন্নতি করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। স্পেনও তা করতে পারবে কি না, এই প্রশ্নে গার্দিওলা বলেছেন, ‘তাদের পারা উচিত। এখানে তো ওরা (প্রিমিয়ার লিগ) খুব কঠোর। তারা জানে কী করতে হবে।’

আরও পড়ুন