পিএসজির সবকিছু নিয়ে এমবাপ্পেকে নাক গলাতে না করলেন বিশ্বকাপজয়ী তারকা

পিএসজির প্রচারণামূলক ভিডিও নিয়ে আপত্তি জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পেছবি: রয়টার্স

পিএসজির প্রচারণামূলক ভিডিও নিয়ে সমালোচনা করে নতুন করে আলোচনায় এসেছেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজির সেই ভিডিওটি প্রকাশ করা হয়েছিল মূলত মৌসুমের টিকিটধারীদের টিকিট নবায়নের আহ্বান জানানোর উদ্দেশ্যে।

যেখানে ক্লাবের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে এবং ক্লাবের পরিবেশ নিয়ে কথা বলেছেন পিএসজি তারকা। এমবাপ্পের দাবি, ভিডিওতে তাঁর কথাগুলো ব্যবহারের আগে অনুমতি নেওয়া হয়নি। যে কারণে ভিডিওটির সঙ্গে দ্বিমত পোষণ করে কড়া বার্তা দেন এমবাপ্পে। সঙ্গে মনে করিয়ে দিয়েছেন যে, ক্লাবের নাম প্যারিস সেন্ট জার্মেই, কিলিয়ান সেন্ট জার্মেই নয়।

আরও পড়ুন

এমবাপ্পের সঙ্গে এই ভিডিওটির কারণে আলোচনায় এসেছেন লিওনেল মেসি আর নেইমারও। এ দুজনকে ভিডিওতে দেখাই যায়নি। যদিও এ দুজনের না থাকা ছাপিয়ে গেছে এমবাপ্পের প্রতিবাদী অবস্থানে। অনেকে আবার এমবাপ্পের এই অবস্থানের সঙ্গে একমত নন।

এমবাপ্পের প্রতিবাদী অবস্থানের সঙ্গে একমত নন অনেকে
ছবি : রয়টার্স

কেউ কেউ এর মধ্যে তাঁর ‘অহম’ও দেখতে পেয়েছেন। এমবাপ্পের এই আচরণের যাঁরা বিরোধীতা করছেন, তাঁদের একজন ফ্রান্সের সাবেক বিশ্বকাপজয়ী তারকা ক্রিস্তফ দুগারি। তিনি মনে করেন, এমবাপ্পে এই সমস্যা নিজেদের মধ্যে কথা বলে সমাধান করতে পারেতন। এমনকি এমবাপ্পেকে সতর্ক করার পরামর্শও দিয়েছেন ডুগারি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমবাপ্পের দেওয়া বার্তাটি নিয়ে দুগারি বলেছেন, ‘ক্লাবের উচিত, তাকে সতর্ক করা। আপনি কি মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এই বার্তার কোনো মূল্য আছে? এটা নিয়ে বোর্ডের সঙ্গে কথা বলে সমাধান করে নিতে পারত। এই বার্তার অর্থ আমি কিছু বুঝতে পারছি না। এটা থামাও। এসব অহম বন্ধ করো। তারা মাঠে একের পর এক ম্যাচে হারছে। তাদের খেলতে দাও, নিজেদের প্রমাণ করতে দাও।’

আরও পড়ুন

ভিন্নভাবেও এমবাপ্পে এই সমস্যার সমাধান করতে পারতেন জানিয়ে দুগারি বলেছেন, ‘সে চাইলে বার্তা দিয়ে খবরটা ছড়িয়ে দেওয়ার পরিবর্তে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে পারত। তার এসব নাটক করার দরকার ছিল না।’

এ সময় পিএসজির অভ্যন্তরীণ বিষয়ে এমবাপ্পের হস্তক্ষেপ করা নিয়েও কথা বলেছেন দুগারি। ইঙ্গিত করেছেন মেসি-নেইমারের সঙ্গে তাঁর দ্বন্দ্বের দিকেও, ‘সে পিএসজির সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। বিপণন, যোগাযোগ, এমনকি সে কি না ক্রীড়া পরিচালকও বাছাই করে নেয়। সে কার সঙ্গে খেলবে তা–ও সে বাছাই করে। থামাও এসব। খেলাটা খেলো।’

আরও পড়ুন

এর আগে পিএসজির প্রচারণামূলক ভিডিওতে নিজের কথা জুড়ে দেওয়ার প্রতিবাদে এমবাপ্পে বলেছিলেন, ‘আমি মাত্র ক্লাবের ২০২৩-২৪ মৌসুমের (টিকিট) পুনঃ নবায়নের প্রচারণামূলক ভিডিওটি দেখেছি। আমাকে কখনোই এই ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে জানানো হয়নি। এটা মনে হচ্ছে, আমি ক্লাবের বিপণন দিবসে সাধারণ একটি সাক্ষাৎকার দিয়েছিলাম।’

ভিডিওটি নিয়ে এমবাপ্পে আরও বলেছেন, ‘আমি এই ভিডিওর সঙ্গে দ্বিমত পোষণ করছি। এ কারণেই আমি ব্যক্তিগত ইমেজ-স্বত্ব নিয়ে লড়াই করছি। পিএসজি একটি দারুণ ক্লাব এবং ভালো পরিবার। কিন্তু এটা অবশ্যই কিলিয়ান সেন্ট জার্মেই নয়।’

আরও পড়ুন