আনচেলত্তিই নতুন কোচ—ব্রাজিল বলেছে, ভিত্তিহীন খবর

ব্রাজিলের কোচ হতে পারেন কার্লো আনচেলত্তি।ছবি : টুইটার

ব্রাজিলের পরবর্তী কোচ হবেন কে—ফুটবল বিশ্বে এই প্রশ্ন কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল ছিটকে পড়ার পর থেকেই।

ওই ম্যাচ শেষেই ব্রাজিলের কোচের দায়িত্ব ছেড়ে দেন তিতে, তাঁর মেয়াদও অবশ্য বিশ্বকাপ পর্যন্তই ছিল। সেই সময়ই শোনা গিয়েছিল, ব্রাজিল এবার বিদেশি কোচ নেবে জাতীয় দলের জন্য। এ নিয়ে দলটির সাবেক খেলোয়াড়দের মধ্যে পক্ষে ও বিপক্ষে কয়েক দফা বিতর্কও হয়েছে।

এবার জানা গেল, শেষ পর্যন্ত বিদেশি কোচই ঠিক করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ইএসপিএন ব্রাজিল খবর দিয়েছে, এরই মধ্যে রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে যোগাযোগ করেছে সিবিএফ। আনচেলত্তি নাকি ব্রাজিলের কোচ হতে রাজিও হয়েছেন। সবকিছু ঠিক থাকলে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের চলতি মৌসুমটা শেষ হলেই ব্রাজিলের দায়িত্ব নেবেন ৬৩ বছর বয়সী এই ইতালিয়ান।

এর কিছুক্ষণ পরেই অবশ্য সিবিএফ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ইএসপিএন ব্রাজিল-এর খবরটি ভিত্তিহীন। কোচের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হলে সেটি আনুষ্ঠানিকভাবেই জানানো হবে।

আনচেলত্তির সঙ্গে রিয়ালের বর্তমান চুক্তির মেয়াদ অবশ্য ২০২৪ সাল পর্যন্ত। ব্রাজিল ইএসপিএনে প্রকাশিত হওয়ার পর খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয়ে যায় আলোচনা।

আনচেলত্তি অবশ্য এখন ক্লাব বিশ্বকাপে আল-হিলালের বিপক্ষে রিয়ালের ফাইনাল নিয়ে ব্যস্ত। তবে ফাইনালের আগে রিয়ালের আজকের সংবাদ সম্মেলনেও প্রসঙ্গটি উঠেছে। সেখানে অবশ্য আনচেলত্তি বিষয়টি অস্বীকার করেছেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। ব্রাজিলে তারা কী খবর ছেপেছে, তা–ও আমি জানি না। আমি রিয়াল মাদ্রিদের কোচ। ২০২৪ সালের জুন পর্যন্ত আমার চুক্তি আছে।’

মার্চে আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের ডাগআউটে দেখা যেতে পারে অনূর্ধ্ব–২০ দলের কোচ রামোন মেনেজেসকে।
ছবি : টুইটার

কে জানে, শেষ পর্যন্ত লা লিগা, প্রিমিয়ার লিগ, সিরি ‘আ’, লিগ আঁ ও বুন্দেসলিগার শিরোপা জেতা একমাত্র কোচের বিষয়ে দেওয়া ইএসপিএন ব্রাজিলের খবরটি সত্যি হয় কি না! তাহলে যে ব্রাজিলের সাবেক খেলোয়াড়েরাই দুই ভাগে ভাগ হয়ে যাবেন।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর আর মাঠে নামেনি ব্রাজিল দল। আগামী মার্চে আন্তর্জাতিক বিরতিতে সেলেসাওদের জার্সিতে ফেরার কথা আলিসন বেকার–রিচার্লিসনদের। দুটি ম্যাচের প্রতিপক্ষ ঠিক না হলেও অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে অনূর্ধ্ব–২০ দলের দায়িত্বে থাকা রামোন মেনেজেসের নাম শোনা যাচ্ছে।