নেইমারকে ছাড়া বিশ্বকাপ জিততে পারবে না ব্রাজিল, বললেন রোমারিও
নিজেদের ফুটবল ইতিহাসের অন্যতম বাজে সময় পার করছে ব্রাজিল। কাতার বিশ্বকাপ দিয়ে শুরু হওয়া ব্যর্থতার যাত্রাটা যেন পেছনেই ফেলতে পারছে না তারা। এর মধ্যে ক্রমেই এগিয়ে আসতে শুরু করেছে ২০২৬ বিশ্বকাপের দিনক্ষণও।
মাসের হিসাবে বিশ্বকাপ শুরু হতে এখন বাকি ১৮–এর মতো। কিন্তু এখন পর্যন্ত ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর তেমন কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকান অঞ্চলের খেলায় দলটির অবস্থান এখন ৫ নম্বরে।
দলের বাজে পারফরম্যান্সের পাশাপাশি ব্রাজিলকে ভুগিয়েছে লম্বা সময়ের জন্য নেইমারের চোটে পড়ার ঘটনাও। এখন অবশ্য চোট কাটিয়ে ফের মাঠে নামার অপেক্ষায় আছেন নেইমার। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে খেলার অপেক্ষায় আছেন তিনি। এটি নিজের শেষ বিশ্বকাপ বলেও মন্তব্য করেছেন নেইমার।
যদিও তাঁর আরেকটি বিশ্বকাপ খেলার ইচ্ছা কারও কারও কাছে বিশেষ মনে হচ্ছে না। ত্রিশের আগে তিনটি বিশ্বকাপ খেলেও যিনি দলকে ট্রফি এনে দিতে পারেননি, চোটপ্রবণতার এই সময়ে ৩০ পেরিয়ে কতটা পারবেন, এ নিয়ে সন্দেহ তাঁদের।
তবে ব্রাজিল দলের নেইমারের প্রয়োজনীয়তাকে ভিন্ন এক দৃষ্টিতে দেখছেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোমারিও। ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নায়কের মতে, একমাত্র নেইমারই পারবেন ব্রাজিলকে শিরোপা এনে দিতে। নেইমারকে ছাড়া দেশটির বিশ্বকাপ জয়ের কোনো সুযোগ নেই বলেও মনে করেন এই সাবেক ফুটবলার।
‘চারলা’ নামে ব্রাজিলের এক পডকাস্ট আলোচনায় রোমারিও বলেছেন, ‘শুধু নেইমারকে সঙ্গে নিয়েই ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ জয়ের সুযোগ আছে। তাকে ছাড়া দলটি বিশ্বকাপ জিততে পারবে না।’
কেন নেইমারকে বিশ্বকাপ জয়ের জন্য অবশ্যম্ভাবী মনে করছেন, সেটি তুলে ধরতে গিয়ে পূর্ব দৃষ্টান্ত মনে করিয়ে দিয়েছেন রোমারিও, ‘১৯৬২ সালে ব্রাজিল গারিঞ্চাকে নিয়ে জিতেছে, ১৯৭০ সালে পেলেকে নিয়ে জিতেছে, ১৯৯৪ সালে রোমারিওকে নিয়ে এবং ২০০২ সালে রোনালদোকে নিয়ে জিতেছে। ২০২৬ সালে যদি তারা নেইমারকে ছাড়া খেলে, তবে তারা জিততে পারবে না।’
ফিট নেইমারের অবশ্য ব্রাজিল দলে না থাকার কোনো কারণ নেই। কিন্তু চোট তাঁকে ক্যারিয়ারের শুরু থেকে পিছু ছাড়েনি। এখন ক্যারিয়ারের শেষ সময়ে এসে চোটমুক্ত হয়ে নেইমার বিশ্বকাপে খেলতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।