দুই মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ডি ব্রুইনাকে

দীর্ঘমেয়াদী চোটের কবলে কেভিন ডি ব্রুইনারয়টার্স

ম্যাচের ৩৬ মিনিটে যখন মাঠ ছেড়ে যাচ্ছিলেন, বেশ শঙ্কিতই হয়ে পড়েছিলেন ম্যানচেস্টার সিটি সমর্থকেরা। দুই বছর আগে এমনই এক চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন কেভিন ডি ব্রুইনা। চেলসির বিপক্ষে সেই ফাইনালে জিততে পারেনি সিটি। এবার আরেকটি ফাইনালে ডি ব্রুইনা যখন মাঠ ছাড়ছিলেন, তখনো তাঁর দল গোল পায়নি।

ডি ব্রুইনার চোটের সঙ্গে সিটির হারের শঙ্কা অবশ্য এবার আর পরিণতি পায়নি। দ্বিতীয়ার্ধে রদ্রির দেওয়া একমাত্র গোলে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতেছে সিটি। তবে ম্যাচ শেষে ডি ব্রুইনার চোট ঠিকই দুঃসংবাদ হয়ে এসেছে। তাৎক্ষণিকভাবে যেটি ধারণা করা হচ্ছে, অন্তত দুই মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। সামনের মৌসুমে প্রিমিয়ার লিগের প্রথম কয়েকটি ম্যাচ মিস করার সম্ভাবনা আছে। আর নিশ্চিতভাবেই মিস করতে যাচ্ছেন ইউরো বাছাইপর্বে বেলজিয়ামের দুটি ম্যাচ।

শনিবার রাতে ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে সিটির জয়োৎসবের মাঝে সম্প্রচার প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেন ডি ব্রুইনা। এ সময় জানান, তিনি দুই মাস ধরে হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন, ‘বায়ার্ন মিউনিখের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের সময় থেকেই আমি ভুগছিলাম। এ জন্য মাঝে কয়েকটা ম্যাচ খেলতেও পারিনি। আজ তো এমন অবস্থায় পড়ে গেছি যে খেলাই চালিয়ে যেতে পারলাম না।’

ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের প্রথমার্ধে মাঠ ছেড়ে যান কেভিন ডি ব্রুইনা
রয়টার্স

হ্যামস্ট্রিংয়ের চোটের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও কিছুটা প্রতিকূল সময় কাটিয়েছেন বলে জানান ডি ব্রুইনা, ‘কিছু ব্যক্তিগত ব্যাপারও ছিল, যেটা আমার পরিবারের সঙ্গে ঘটেছে। তবে এসবও আমি সামলে নিয়েছিলাম। দলের জন্য সবই দিয়েছি, ক্লাবের মানুষ সেটা জানেও। যেটা করতে চেয়েছি, সেটা পেরেছি, আমি গর্বিতও।’

নতুন করে চোটে পড়ার কারণে অবশ্য সামনেই দুটি আন্তর্জাতিক ম্যাচ মিস করবেন ডি ব্রুইনা। বেলজিয়ামের নতুন কোচ ডমিনিকো তেদেসকো তাঁকে দলের অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছেন। যে অধিনায়কত্বের প্রথম ম্যাচ শনিবার অস্ট্রিয়ার বিপক্ষে, তিন দিন পর দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ এস্তোনিয়া।

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের বেশির ভাগ সময় ডাগআউটে বসে কাটাতে হয়েছে ডি ব্রুইনাকে
রয়টার্স

চোটের কারণে ম্যাচ দুটি খেলতে পারছেন না বলে জানিয়েছেন ডি ব্রুইনা, ‘আমাকে হয়তো এ সপ্তাহে স্ক্যান করাতে হবে। জাতীয় দলের হয়ে খেলতে পারছি না, এটা এক শ ভাগ নিশ্চিত। ব্যাপারটা খুব পীড়াদায়ক। কারণ, আমার শততম ম্যাচ খেলার কথা এবার।’

আরও পড়ুন

যুক্তরাজ্যের দ্য ইনডিপেনডেন্ট ও ডেইলি মেইলের খবরে বলা হয়, সামনের কয়েক সপ্তাহ তো বটেই, অন্তত দুই মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ডি ব্রুইনাকে। সে ক্ষেত্রে আগস্টে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম কয়েকটি ম্যাচ মিস করতে পারেন। এ বিষয়ে ডেইলি মেইল লিখেছে, ‘দ্রুত ফিরলে ক্ষতির মাত্রা আরও বেড়ে যাওয়ার ঝুঁকি আছে। চোটের সমস্যা সবচেয়ে গুরুতর হলে সুস্থ হতে তিন মাসও লাগতে পারে।’

চ্যাম্পিয়নস লিগ ট্রফি হাতে ডি ব্রুইনা
রয়টার্স

পরবর্তী মৌসুমের ক্যাম্প শুরুর আগে দক্ষিণ কোরিয়া ও জাপান সফরে যাবে ম্যানচেস্টার সিটি। প্রাক্‌–মৌসুমের সেই পর্বেও থাকবেন না ডি ব্রুইনা।

আরও পড়ুন