বিচ্ছেদের পর ডেটিং অ্যাপে নতুন বান্ধবীর সন্ধানে বেলিংহাম

রিয়াল মাদ্রিদে নাম লেখানোর পর বেলিংহাম নাকি নতুন বান্ধবীও খুঁজে নিয়েছেনছবি : ইনস্টাগ্রাম

অনেক দিন ধরেই তিনি বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত মিডফিল্ডারদের একজন। এমন একজনকে পেতে রিয়াল মাদ্রিদ এবারের ইউরোপীয় দলবদলে আদাজল খেয়ে নেমেছিল। শেষ পর্যন্ত সফলও হয়েছে রিয়াল

জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড থেকে জুড বেলিংহামকে ১০ কোটি ৩০ লাখ ইউরোয় (প্রায় ১ হাজার ২১৬ কোটি টাকা) কিনেছে স্প্যানিশ পরাশক্তিরা। ক্লাবের লক্ষ্য পূরণ করতে পারলে বোনাসসহ তাঁর চুক্তিমূল্য দাঁড়াবে ১৩ কোটি ৩৯ লাখ ইউরো (১ হাজার ৫৮২ কোটি টাকা)।

রিয়াল বেলিংহামকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল গত ১৫ জুন। এর ঠিক দুই সপ্তাহ পর ২৯ জুন নিজের ২০তম জন্মদিনের কেক কেটেছেন। শুধু তা–ই নয়, এই সময়ের মধ্যে নতুন বান্ধবীও নাকি জুটিয়ে ফেলেছেন ইংলিশ মিডফিল্ডার। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ কাল এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।

আনুষ্ঠানিক পরিচয় পর্বের আগে বেলিংহামের হাতে জার্সি তুলে দেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ
ছবি : ইনস্টাগ্রাম

গুঞ্জন আছে, ইনস্টাগ্রাম মডেল আসানতিওয়া চিত্তির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বেলিংহাম। চিত্তি তুর্কি–ঘানাইয়ান বংশোদ্ভূত হলেও বেড়ে উঠেছেন ইংল্যান্ডেই। গত বছর তাঁদের একসঙ্গে ঘুরতে দেখা গেছে। কিন্তু সম্প্রতি নাকি সম্পর্ক ভেঙে গেছে।

চিত্তির সঙ্গে বিচ্ছেদের পরেই সেলিব্রিটিদের ডেটিং অ্যাপ ‘রায়া’তে যোগ দেন বেলিংহাম। ‘রায়া’ ব্যবহার করেন বেলিংহামের জাতীয় দলের সতীর্থ ম্যাসন মাউন্ট ও ফর্মুলা ওয়ান কিংবদন্তি লুইস হ্যামিল্টনও। এই অ্যাপ থেকে নতুন বান্ধবীও খুঁজে নিয়েছেন বেলিংহাম। তাঁর নতুন বান্ধবীর নাম আজরা মিয়া। তিনি যুক্তরাষ্ট্রের টিকটকার। শুক্রবার রাতে দুজন বেশ কয়েকটি ছবিও তুলেছেন।

বেলিংহামের নতুন বান্ধবী আজরা মিয়া। তবে এখনো মনের মানুষকে খুঁজে চলেছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার
ছবি : ইনস্টাগ্রাম

‘দ্য সান’কে একটি সূত্র জানিয়েছে, ‘বিচ্ছেদের পর জুড (বেলিংহাম) কিছুটা সময় নিচ্ছেন। এই মুহূর্তে তিনি লন্ডনে আছেন। মাদ্রিদে ফেরার আগে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছেন। তিনি এখনো এমন একজনকে খুঁজে চলেছেন, যার সঙ্গে থিতু হতে পারবেন। তবে তাঁর সম্পূর্ণ মনোযোগ ফুটবলেই আছে।’

রিয়ালের চাওয়াও তো আসলে একই। বেলিংহাম যত দ্রুত মনের মানুষকে খুঁজে নিতে পারবেন, তত দ্রুত নিজেদের সেরাটা দিয়ে মাঠে নামতে পারবেন।

আরও পড়ুন