১৮৯ দিন পর রিয়ালের জার্সিতে হ্যাজার্ডের গোল

পেনাল্টি গোলে রিয়ালকে এগিয়ে দেওয়ার পর হ্যাজার্ডের উচ্ছ্বাসছবি: রিয়াল মাদ্রিদের টুইটার

চোট আর ছন্দহীনতার কারণে গত মৌসুমে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ২৩টি ম্যাচই খেলতে পেরেছেন এদেন হ্যাজার্ড। নতুন মৌসুম শুরুর আগে পুরো ফিট হয়ে ফিরে এসেছেন বেলজিয়ামের ফরোয়ার্ড। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ঝলকও দেখাতে শুরু করেছেন। ১৮৯ দিন পর আজ রিয়ালের হয়ে গোলও করেছেন হ্যাজার্ড। তাঁর এ গোলের পরও প্রাক্‌-মৌসুম প্রস্তুতি ম্যাচে মেক্সিকোর দল ক্লাব আমেরিকার সঙ্গে ২-২-এ ড্র করেছে রিয়াল।

হ্যাজার্ড রিয়ালের হয়ে সর্বশেষ গোল করেছিলেন এ বছরের জানুয়ারিতে। কোপা দেল রের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ২০ জানুয়ারি তাঁর ১১৫ মিনিটের সেই গোলেই এলচেকে ২-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল রিয়াল। আজ বদলি হিসেবে নামা হ্যাজার্ডের পেনাল্টি গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। ১৮৯ দিন পর করা তাঁর আজকের গোলটা যদিও প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে নয়, প্রীতি ম্যাচে, তা-ও গোল তো!

স্পেন ও ইউরোপের চ্যাম্পিয়ন রিয়ালের সঙ্গে পুরো ম্যাচে সমানে সমান লড়াই করা ক্লাব আমেরিকা ৫ মিনিটেই এগিয়ে যায়। মেক্সিকোকে এগিয়ে দেওয়া গোলটি করেন হেনরি মার্টিন। ২২ মিনিটে করিম বেনজেমার গোলে সমতায় ফেরে রিয়াল। গোলটিতে সহায়তা করেছেন মার্কো আসেনসিও।

সমতায় ফেরার পরও প্রথমার্ধে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করে রিয়াল। কিন্তু বেনজেমা-ভিনিসিয়ুস জুনিয়রদের ব্যর্থতা আর ক্লাব আমেরিকান মেক্সিকান গোলকিপার গিলের্মো ওচোয়ার বিশ্বস্ত গ্লাভসে আটকে যায় তারা।

রিয়ালকে সমতায় ফেরানো গোলের পর করিম বেনজেমা
ছবি: রিয়াল মাদ্রিদের টুইটার

মূল লড়াই শুরুর আগে স্কোয়াডের শক্তি দেখেশুনে নেওয়ার জন্যই প্রাক্‌-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলা। এ কারণেই পুরো ম্যাচে ১০ জন খেলোয়াড় বদল করেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। এর মধ্যে ৮ জনকেই বদলি করেন ৪৬ মিনিটে। বেনজেমা, ভিনিসিয়ুস, টনি ক্রুস, লুকা মদরিচ, আসেনসিওদের তুলে তিনি। আসেনসিওর জায়গায়ই খেলতে নেমে ৫৫ মিনিটে রিয়ালকে এগিয়ে দেওয়া গোলটি করেন হ্যাজার্ড।

দ্বিতীয়ার্ধে রিয়ালের রক্ষণে ক্রমাগত চাপ তৈরি করে যাওয়া ক্লাব আমেরিকা ৮০ মিনিটে পেনাল্টি পেয়ে যায়। আলভারো ফিদালগোর নেওয়া পেনাল্টি আটকে দিয়েছিলেন এ ম্যাচে রিয়ালের গোলবারের নিচে দাঁড়ানো লুনিন। কিন্তু রেফারি আবার পেনাল্টি শট নেওয়ার নির্দেশ দেন। কারণ, শট নেওয়ার আগেই ডাইভ দিয়েছিলেন লুনিন। দ্বিতীয়বার আর বল আটকাতে পারেননি তিনি। দ্বিতীয়বার পেনাল্টি নিয়ে ক্লাব আমেরিকাকে সমতায় ফেরান ফিদালগো।