ফারইস্টের ১০ গোলের ঝড়, জিতল আইইউবিএটি, ইউনাইটেডও

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে ঢাকা অঞ্চলের ষষ্ঠ দিনে জিতেছে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আইইউবিএটি এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ফারইস্ট তো ১০ জনের দল নিয়ে গোল দিয়েছে ১০টি। এমন এক দিনের ছবি তুলেছেন তানভীর আহাম্মেদ।
১ / ৮
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেন গোলের বন্যা বইয়ে দিল
তানভীর আহাম্মেদ
২ / ৮
ম্যাচসেরা ফারইস্টের ‘নাম্বার টেন’ স্ট্রাইকার আল আমিন রহমান
তানভীর আহাম্মেদ
৩ / ৮
ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের তৃতীয় আসরে এখন পর্যন্ত ৩২ ম্যাচ শেষে এটিই সর্বোচ্চ ব্যবধানে জয়
তানভীর আহাম্মেদ
৪ / ৮
আজ দিনের দ্বিতীয় ম্যাচে আইইউবিএটি ২-১ গোলে হারায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসকে
তানভীর আহাম্মেদ
৫ / ৮
ম্যাচসেরা ইউআইইউর মিডফিল্ডার সাকিব
তানভীর আহাম্মেদ
৬ / ৮
জয়ের পর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খেলোয়াড় ও সমর্থকদের উদ্‌যাপন
তানভীর আহাম্মেদ
৭ / ৮
গোল করার উল্লাস ইউআইইউর সাকিবের
তানভীর আহাম্মেদ
৮ / ৮
টানা দ্বিতীয় ম্যাচসেরার পুরস্কার পেলেন ওয়াজারি
তানভীর আহাম্মেদ