মেসিদের বিপক্ষে ‘প্রতিশোধ’ নিতে চায় অস্ট্রেলিয়া

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে ২–১ গোলে হেরেছিল অস্ট্রেলিয়াফাইল ছবি: এএফপি

লিওনেল মেসিদের বিপক্ষে ‘প্রতিশোধ’ নিতে চায় অস্ট্রেলিয়া। আগামী সপ্তাহে চীনের বেইজিংয়ে আর্জেন্টিনার সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে ‘সকারু’দের লক্ষ্য সেটিই।

গত ডিসেম্বরেই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। মেসির দুর্দান্ত নৈপুণ্যের কাছে সে ম্যাচে হেরেছিল তারা। যদিও সে ম্যাচে আর্জেন্টিনার পরীক্ষাটা ভালোই নিয়েছিল অস্ট্রেলিয়া। মেসির দুর্দান্ত এক গোলে পিছিয়ে পড়লেও ২–১ গোলে হারের ম্যাচে দ্বিতীয় গোলটি অস্ট্রেলিয়া হজম করেছে নিজেদের ভুলেই। পরে প্রতিদ্বন্দ্বিতা গড়ে প্রায় সমতা ফেরানোর পর্যায়ে তারা নিয়ে গিয়েছিল খেলাটি। কিন্তু শেষলগ্নে আর্জেন্টিনার ত্রাণকর্তা হয়ে ওঠেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। একেবারে শেষ মিনিটে অস্ট্রেলিয়ার একটি প্রচেষ্টা রুখে দেন তিনি।

আরও পড়ুন

বেইজিংয়ে আর্জেন্টিনার বিপক্ষে আরও একটি ম্যাচের আগে অস্ট্রেলিয়া কিছুটা তেতেই আছে। বিশ্বকাপের ম্যাচের ‘প্রতিশোধস্পৃহা’ নিয়েই ১৫ জুনের ম্যাচটি খেলতে নামবে তারা।

অস্ট্রেলিয়া দলের কোচ গ্রাহাম আরনল্ড এই ম্যাচ সামনে রেখে বেশ রোমাঞ্চিত, ‘বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এত তাড়াতাড়ি খেলা ও প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই রোমাঞ্চিত।’ এ ম্যাচে অবশ্য কিছুটা তারুণ্যনির্ভর দল নিয়েই পূর্ণ শক্তির আর্জেন্টিনার বিপক্ষে খেলতে হবে অস্ট্রেলিয়াকে। কারণ, চোটের কারণে বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার খেলতে পারছেন না। এর মধ্যে আছেন সেলটিকের তারকা ফুটবলার অ্যারন মুয়ি।

অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আরনল্ড
ছবি: টুইটার

কাতারের পর এবার এশিয়ার মাটিতেই আবার আর্জেন্টিনার মুখোমুখি অস্ট্রেলিয়া। কন্ডিশন অবশ্য কিছুটা ভিন্ন। মরু কাতারের সান্ধ্যকালীন শীতল আবহাওয়ার পর এবার চীনের উষ্ণ ও আর্দ্র পরিবেশে খেলা। তবে এটা নিয়ে মোটেও চিন্তিত নন আরনল্ড, ‘এবার বেশ উষ্ণ ও আর্দ্র পরিবেশে খেলা হবে। তবে আমার দলের তরুণ খেলোয়াড়দের সেই শক্তি আছে। তারা ম্যাচে দৌড়ে খেলে লড়াই করবে। আমার দলের তরুণ খেলোয়াড়দের ঝালিয়ে নেওয়ার জন্য এর চেয়ে ভালো প্রতিপক্ষ আমি আর পাব না। আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচটা আমাদের জন্য একটা সুযোগ।’

আরও পড়ুন

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এ মাসেই এশিয়া সফরে আসছে। বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর আগামী ১৯ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা দল। বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে ১৫ জুনের ম্যাচের প্রথম পর্যায়ের টিকিট ছাড়ার ১০ মিনিটের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যাওয়ার খবর এসেছে।’

অস্ট্রেলিয়া এই ম্যাচের জন্য সিরি ‘আ’তে পারমার খেলোয়াড় আলেসান্দ্রো সিরকাতিকে ডেকেছে। এই সিরকাতি অনূর্ধ্ব–১৯ পর্যায়ে ইতালির হয়ে খেলার পর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়ে খেলবেন অস্ট্রেলিয়ার হয়ে।