রিয়ালের কাছে হারকে ‘বাস্তবতা’ বললেন ল্যাম্পার্ড

বাস্তবতার জমিনে পা ল্যম্পার্পেবিছবি: রয়টার্স

রিয়াল মাদ্রিদকে ফেবারিট মেনেই বার্নাব্যুতে খেলতে নেমেছিল চেলসি। চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে রিয়ালের বিপক্ষে খুব বড় প্রত্যাশা নিয়েও মাঠে নামেনি তারা। এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না চেলসির। ডাগআউটে অন্তর্বর্তীকালীন কোচ, তার ওপর এ ম্যাচ চেলসি খেলতে নেমেছিল ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের কাছে হারের স্বাদ মুখে নিয়েই। তারপরও মনে মনে সব হিসাব-নিকাশ পাল্টে দেওয়ার একটা ক্ষীণ আশা তো ছিলই চেলসির সমর্থকদের। কিন্তু ম্যাচ শেষে বাস্তবতার জমিনেই পা তাদের। কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের মতে, রিয়াল মাদ্রিদের কাছে এই হার ‘বাস্তবতা’।

আরও পড়ুন

বিটি স্পোর্টসকে ল্যাম্পার্ড বলেছেন, ‘এই ম্যাচে বেশ কিছু ইতিবাচক জিনিস খুঁজে পেয়েছি, তবে ম্যাচের ফলাফল কিন্তু বাস্তবতাই।’ গত সপ্তাহে কোচ গ্রাহাম পটারকে বিদায় করে দেওয়ার পর চেলসি তাদের সাবেক কিংবদন্তি ল্যাম্পার্ডকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয়। ডাগআউটে দাঁড়িয়ে পরপর দুটি হার দেখলেন ল্যাম্পার্ড। এ নিয়ে টানা চার ম্যাচে গোলও করতে পারেনি চেলসি।

বেনজেমা ও আসেননিওর গোল রিয়াল জিতেঝে চেলসিতে
ছবি:রয়টার্স

কালকের ম্যাচটায় বরং আক্ষেপই করবে রিয়াল। গোলের সুযোগ কাজে লাগাতে পারলে বার্নাব্যুর ম্যাচেই চ্যাম্পিয়নস লিগের আরও একটি সেমিফাইনালের পথে অনেক দূর হেঁটে যেতে পারত রিয়াল। স্টামফোর্ড ব্রিজে পরের সপ্তাহে চেলসি ‘অনেক কিছু করে ফেলবে’—অবস্থাদৃষ্টে এমন কিছুর সম্ভাবনা কতটুকু, সেটিও প্রশ্ন। ল্যাম্পার্ড কিন্তু মনে মনে সেই আশাই করছেন, ‘আমি শুধু আমার খেলোয়াড়দের বলেছি, স্টামফোর্ড ব্রিজে অনেক সময় বিশেষ কিছু, অভাবনীয় কিছু ঘটেও যায়। আমরা দল হিসেবে যথেষ্ট ভালো। কিন্তু বিষয়টি তো বিশ্বাস করতে হবে।’

স্টামফোর্ড ব্রিজে ‘অভাবনীয় কিছু’র অপেক্ষায় ল্যাম্পার্ড
ছবি: রয়টার্স

চেলসির হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড ল্যাম্পার্ডের। তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন, তাঁর দলের খেলোয়াড়দের মধ্যেই আত্মবিশ্বাসের অভাবটা প্রবল। আর সে কারণেই ভালো দল হওয়া সত্ত্বেও মাথা তুলতে পারছে না চেলসি, ‘আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তবে আমি মনে করি, দলের মধ্যেও আত্মবিশ্বাসের অভাব আছে। আমরা যে একটা ভালো দল, ব্যাপারটা বিশ্বাস করতে পারছে না দলের খেলোয়াড়েরা। আমাদের নিজেদের সামর্থ্য বুঝতে হবে। আরও অনেক বেশি ইতিবাচক হতে হবে।’