১৬ মাস পর ব্রাজিল দলে ফেরার খবর যেভাবে পেলেন নেইমার
অবশেষে ব্রাজিল দলে ফিরলেন নেইমার। তাঁর এই ফেরা স্বস্তি ফিরিয়েছে ব্রাজিল দল, সমর্থক ও খোদ নেইমারের মনেও। চোটের কারণে দীর্ঘ ১৬ মাস জাতীয় দলের বাইরে থেকে যন্ত্রণায় দিন কাটছিল নেইমারের।
গতকাল কোচ দরিভাল জুনিয়রের দল ঘোষণার মধ্য দিয়ে সেই যন্ত্রণার কিছুটা হলেও উপশম হলো। বিশেষ করে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির বছরে নেইমারকে দলে পাওয়া ব্রাজিলের জন্য প্রেরণারও।
এর আগে ৫২ সদস্যের প্রাথমিক দলে জায়গা করে নেওয়ার পর নেইমারের মূল দলে ফেরাটা অনেকটাই অনুমেয় ছিল। অপেক্ষা ছিল শুধু চূড়ান্ত ঘোষণার। আর এই ঘোষণাটা শোনার জন্য উন্মুখ হয়েছিলেন নেইমার নিজেও। গতকাল রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের দলে ফেরার প্রতিক্রিয়াও জানিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যায় টিভির সামনে উৎসুকভঙ্গিতে বসে আছেন নেইমার। টিভিতে তখন দেখা যাচ্ছিল ব্রাজিল কোচ দরিভালকে। বোঝাই যাচ্ছিল, সে সময় দল ঘোষণা করছিলেন ব্রাজিলিয়ান কোচ। ২৩ সদস্যের এই দলে ঘোষিত হয় নেইমারের নামও।
আর এই ছবির ক্যাপশনে নেইমার লিখেছেন ‘ফিরতে পেরে অনেক আনন্দিত।’
নেইমারের ফেরা নিয়ে কথা বলেছেন দরিভালও। ব্রাজিল কোচ বলেছেন, ‘নেইমার কিসের প্রতিনিধিত্ব করে, সেটা নিয়ে বলার প্রয়োজন নেই। সে এখন নিজের ছন্দ ফিরে পাওয়ার পথে আছে, আমরা সেটা জানি ও বুঝতে পারি। আমরা বিশ্বাস করি, যে সামর্থ্য ও গুণাবলি তার আছে, সেটা দিয়ে মাঠে যেকোনো পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব।’
দরিভাল এ সময় আরও বলেন, ‘আমরা তার ফেরার অপেক্ষায় আছি। এটাই প্রথম সুযোগ, যা আমরা তাকে দিতে পারি। আমি আশা করি, যখন সে দলে ফিরবে, সে আনন্দিত হবে। এখন আমাদের তাকে নিজের সক্ষমতা বিকাশের আত্মবিশ্বাস দিতে হবে। অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা তৈরি করা উচিত হবে না। আমাদের তার ফিরে আসার ওপর সব দায়িত্ব যেন চাপিয়ে না দেই।’