নেপালে প্রীতি ম্যাচ খেলবেন হামজারা

নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন বাংলাদেশের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলার দিনক্ষণ আজ নিশ্চিত করেছে।

সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলবেন হামজারাপ্রথম আলো

প্রীতি ম্যাচ খেলার জন্য ইউরোপের সাতটি দেশকে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আবার বাংলাদেশকে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিল শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত তেমন কিছুই হচ্ছে না। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী–শমিত সোমদের জন্য প্রীতি ম্যাচ খেলতে নেপালকেই ঠিক করেছে বাফুফে। বাংলাদেশের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলার দিনক্ষণের কথা আজ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে ৬ ও ৯ সেপ্টেম্বর। বাংলাদেশ ও নেপাল দুই দেশই এশিয়ান কাপের বাছাইপর্বকে সামনে রেখে ম্যাচ দুটি খেলবে। এই মুহূর্তে ফিফা র‌্যাঙ্কিংয়ে নেপাল ১৭৫ নম্বরে আছে আর বাংলাদেশ ১৮৩ নম্বরে। এখন পর্যন্ত নেপালের সঙ্গে ২৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ১৪ জয়ের বিপরীতে বাংলাদেশের হার ৯টিতে, পাঁচটি ম্যাচ হয়েছে ড্র।  

অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে বাংলাদেশের
প্রথম আলো

এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশের তৃতীয় ম্যাচ আগামী অক্টোবরে। ৯ অক্টোবর হংকংকে ঢাকায় আতিথেয়তা দেবে বাংলাদেশ। ১৪ অক্টোবর হংকংয়ের মাটিতে ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার দল। সেই দুই ম্যাচের আগে নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেই প্রস্তুতি সারবেন হামজা–শমিতরা।

বাছাইয়ের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে ড্র আর ১০ জুন দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হারায় বাকি থাকা প্রতিটি ম্যাচই এখন বাংলাদেশের জন্য অলিখিত ফাইনাল। এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপে বাংলাদেশের অবস্থান ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে। সমান ম্যাচে ৪ পয়েন্ট করে নিয়ে শীর্ষ দুটি স্থানে সিঙ্গাপুর ও হংকং। চার দলের গ্রুপে সবার শেষে ভারত, যদিও পয়েন্ট বাংলাদেশের সমান ১-ই।

আরও পড়ুন