‘রোমায় খেললে মেসি একটি ব্যালন ডি’অরও পেত না’—মনে করেন টট্টি
লিওনেল মেসি। আটবারের ব্যালন ডি’অরজয়ী ফুটবলার। আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক সর্বকালের সেরা ফুটবলার কি না, তর্কবিতর্ক হয় সেটি নিয়েই।
মেসিকে নিয়ে তর্কবিতর্কে যোগ দিয়েছেন ইতালিয়ান তারকা ফ্রান্সেসকো টট্টিও। আর সেটি করতে গিয়ে নতুন বিতর্কই উসকে দিলেন এএস রোমার এই কিংবদন্তি। ইতালির সাবেক ফুটবলার রোমায় কাটানো ২৫ বছরের স্মৃতিচারণা করতে গিয়ে মেসির সঙ্গে নিজের তুলনা টানেন। তাঁর মতো পুরো ক্যারিয়ারে শুধু রোমায় খেললে মেসির অর্জনের খাতায় কী কী যোগ হতো, সেটি বলতে গিয়েই বিতর্কের সূত্রপাত করলেন টট্টি।
‘ইল কাপিতানো’ বললেন মেসি যদি ইতালির রাজধানীর ক্লাবটিতে খেলতেন, তবে ‘একটি ব্যালন ডি’অরও জিততে পারতেন না।’
রোমার চিরন্তন ১০ নম্বর ‘কে ভিভা এল ফুতবল’ পডকাস্টেই মেসির সঙ্গে তুলনা টেনে বলেন, ‘ধরে নিন মেসি রোমায় ২৫ বছর খেলেছে। রোমায় ২৫ বছর, এখন আমাকে বলেন সে কতগুলো ব্যালন ডি’অর জিতত, সেকি ১০টি ব্যালন ডি’অর জিতত? যদি জানতে চান তো বলি, একটিও না।’
মেসিকে নিয়ে এমন কথা বলার পর পডকাস্টের সঞ্চালক বলেন, তিনি মনে করেন রিয়াল মাদ্রিদে খেলার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণেই টট্টি কখনো ব্যালন ডি’অর পাননি। এ কথা শুনে টট্টি বলেন, ‘আমার ব্যালন ডি’অরের দরকার ছিল না। ২৫ বছরে রোমার হয়ে আমি সবকিছুই জিতেছি, আমার জয় এটাই। কোনো কিছু নিয়েই আমার আফসোস নেই।’
রোমায় খেললে মেসি কিছুই জিতত না বললেও টট্টি আর্জেন্টাইন তারকার গুণমুগ্ধই। ‘রোমের সম্রাট’ একবার বলেছিলেন রোমার ১০ নম্বর জার্সিতে তিনি শুধু মেসিকেই যোগ্য মনে করেন।