বিশ্ব রেকর্ড গড়ে মাদ্রিদ থেকে যুক্তরাষ্ট্রে জাম্বিয়ার কুনদানানজি

মেয়েদের দলবদলে বিশ্ব রেকর্ড গড়েছেন জাম্বিয়ার রাচেল কুনদানানজিএক্স

নারী ফুটবলের দলবদলে বিশ্ব রেকর্ড গড়েছেন জাম্বিয়ার রাচেল কুনদানানজি। ২৩ বছর বয়সী এই ফুটবলারকে মাদ্রিদ সিএফএফ থেকে ৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে কিনেছে যুক্তরাষ্ট্রের বে এফসি। আফ্রিকার নারী ও পুরুষ ফুটবলার মিলিয়েও এটি দলবদলের রেকর্ড।

লিগা এফ-এ মাদ্রিদের ক্লাবটির হয়ে ৪৩ ম্যাচে ৩৩ গোল করা কুনদানানজি বে এফসিতে যোগ দিয়েছেন চার বছরের চুক্তিতে। সঙ্গে আরও এক বছর মেয়াদ বৃদ্ধির সুযোগ আছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল উইমেন্স সকার লিগে এবারই প্রথম খেলবে বে এফসি।

আরও পড়ুন

এত দিন নারী ফুটবলে সর্বোচ্চ দলবদলের রেকর্ডটি ছিল কিরা ওয়ালশসের। ২০২২ সালে ইংল্যান্ডের এই মিডফিল্ডার ম্যানচেস্টার সিটি থেকে ৫ লাখ ২ হাজার ডলারে যোগ দেন বার্সেলোনায়। অবশ্য ওয়ালশের রেকর্ডটি ভেঙে দেওয়ার পথে ছিলেন চেলসির মায়রা রামিরেজ। কলম্বিয়ার এই স্ট্রইকার গত মাসে ৪ লাখ ৮১ হাজার ডলারে লেভান্তে থেকে চেলসিতে নাম লেখান। লেভান্তে জানিয়েছিলেন, শর্তপূরণ সাপেক্ষে অ্যাড অনস বাবদ আরও ৬২ হাজার ডলার পাবে তারা। সব মিলিয়ে কিরা ওয়ালশের দলবদলের অঙ্ক রামিরেজের পেছনে পড়ে যাওয়ার কথা। কিন্তু কুনদানানজির ফি বড় ব্যবধানেই শীর্ষে উঠে গেছে।

কুনদানানজির ফি বড় ব্যবধানেই শীর্ষে উঠে গেছে
এক্স

দলবদলে বিশ্ব রেকর্ড গড়ার পর কুনদানানজি বিবিসি স্পোর্ট আফ্রিকাকে বলেন, ‘খবরটা শুনে জাম্বিয়ার মানুষ বিস্মিত হবে। আবার খুশিও হবে। আমি বে এফসির সমর্থকেরা যা চান, খেলার মাধ্যমে আনন্দ দেওয়া, আমাকে গোল করতে দেখা, তার প্রতিদান দিতে চাই।’

বে এফসি কুনদানানজির জন্য প্রাথমিকভাবে দেবে ৭ লাখ ৮৫ হাজার ডলার, পরে অ্যাড অনস যুক্ত হবে ৭৫ হাজার।

আরও পড়ুন