ইচ্ছা করেই ১০জন নিয়ে খেললেন মরিনিও

রোমার কোচ জোসে মরিনিওফাইল ছবি: এএফপি

মৌসুম শুরুর আগে এএস রোমার শেষ প্রীতি ম্যাচ। যে ম্যাচে রোমার প্রতিপক্ষ ছিল আলবেনিয়ান ক্লাব পার্টিজানি তিরানা। ম্যাচটিতে শেষ পর্যন্ত রোমা জিতেছে ২-১ গোলে। সব দিক থেকেই গুরুত্বহীন এক ম্যাচ। কিন্তু সেই নিরস ম্যাচটিকেই স্বভাবগুণে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছেন রোমা কোচ জোসে মরিনিও। কি করেছেন এই পর্তুগিজ কোচ?

এই ম্যাচের ৭৯ মিনিটে চমকটি দেন মরিনিও। এ সময় মরিনিও মাঠ থেকে উঠিয়ে নেন হাউসেম আওয়ারকে। কিন্তু আওয়ারের বদলে কোনো খেলোয়াড়কে মাঠে নামাননি এই কোচ। অবশ্য নামাননি বললে ভুল হবে, নামানোর সুযোগই ছিল না। এর আগেই নির্ধারিত ৮ খেলোয়াড়কে বদলি হিসেবে ব্যবহার করে ফেলেন। যে কারণে আওয়ারকে তুলে ফেলায় ম্যাচের বাকি সময় একজন কম নিয়েই খেলতে হয়েছে রোমাকে। অস্বাভাবিকভাবে মরিনিওর খেলোয়াড় তুলে নেওয়ার এই ঘটনা নিয়ে এখন আলোচনাও হচ্ছে বেশ।

আরও পড়ুন

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘কোরিয়েরে দেল্লো স্পোর্ট’ মরিনিওর এই সিদ্ধান্তের পেছনে দুটি কারণ খুঁজে পেয়েছে। প্রথমত, আলজেরিয়ান ফুটবলার আওয়ারের শারীরিক অবস্থা। লিওঁতে খেলার সময় ২৫ বছর বয়সী এই ফুটবলার গত মৌসুমে ৪ বার চোটে পড়েছেন। যে কারণে তিনি মৌসুমে সব মিলিয়ে ১০ ম্যাচ খেলতে পারেনি।

আওয়ার যাতে আর কোনো চোটে না পড়েন সেটি নিশ্চিত করতেই মূলত তাঁকে তখন তুলে নেওয়া। অবশ্য কেউ চাইলে এই প্রশ্ন করতেই পারে যে, যাঁর ফিটনেস নিয়ে এত সমস্যা তাঁকে আগেই তুলে নিলেন না কেন মরিনিও! এ মৌসুমে ফ্রি ট্রান্সফার হিসেবে ৫ বছেরর জন্য রোমায় এসেছেন আওয়ার।

আরেকটি কারণ হিসেবে বলা হচ্ছে, প্রতিপক্ষ দলের সঙ্গে সমতা বজায় রাখতেই নাকি আওয়ারকে তুলে নিয়েছেন মরিনিও। পার্টিজানির কোচ জোরান জেকিক নাকি আগেই তুলে নেওয়া একজন খেলোয়াড়কে বদলি হিসেবে নামাতে চেয়েছিলেন। কিন্তু রেফারি তা করার অনুমতি দেননি।

ফলে আলবেনিয়ান ক্লাবটিকে খেলতে হচ্ছিল ১০ জন নিয়ে। দুই দলের মধ্যে সমতা আনতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন মরিনিও। তবে কারণ যাই হোক, এই ঘটনার পর থেকেই আলোচনার কেন্দ্রে মরিনিও। অনেকেই এ ঘটনাকে মরিনিওর চিরায়ত ‘পাগলামি’ হিসেবেই দেখছেন।