ম্যান সিটিকে নিয়ে সাবেক লিভারপুল খেলোয়াড়দের ট্রল

লিভারপুলের সাবেক খেলোয়াড় লুকাস লেইভা (বাঁয়ে) ও হোসে এনরিকেছবি : সংগৃহীত

তদন্ত শেষ, ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক নীতিমালা ভাঙার দায়ে অভিযোগ গঠন করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। কোচ আর খেলোয়াড়দের বেতন—দুই জায়গাতেই অনিয়ম করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। এ নিয়ে অভিযোগ গঠনের পর অনেকেই অনেক কথা বলছেন সিটিকে নিয়ে। লিভারপুলের সাবেক দুই ফুটবলার লুকাস লেইভা ও হোসে এনরিকে তো ম্যান সিটিকে নিয়ে ট্রলও করেছেন।

তদন্তে বেরিয়ে এসেছে ২০০৯-১০ থেকে ২০১২-১৩ মৌসুম পর্যন্ত কোচের পারিশ্রমিক নিয়ে নিয়ম ভেঙেছে সিটি। সেই সময় সিটির কোচ ছিলেন রবার্তো মানচিনি। এ ছাড়া ২০১০-১১ থেকে ২০১৫-১৬ মৌসুম পর্যন্ত খেলোয়াড়দের বেতনসংক্রান্ত বিষয়েও সিটি সবিস্তার কিছু না জানানোয় নিয়ম ভাঙার অভিযোগ গঠন করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

খেলোয়াড়দের বেতনসংক্রান্ত নিয়ম ভাঙার এই সময়টায় ২০১৩-১৪ মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল ম্যান সিটি। লিভারপুলের সাবেক দুই খেলোয়াড় এটা নিয়েই ট্রল করেছেন। সেবার সিটির চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে ছিল লিভারপুল। সিটির সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর শেষ মুহূর্তে গিয়ে চেলসির কাছে হোঁচট খেয়েই শিরোপা হারিয়েছে ‘অল রেড’রা। ৩৮ ম্যাচে তাদের পয়েন্ট ছিল ৮৪, সিটির ৮৬।

লেইভা ও এনরিকে সেই বিষয় টেনে এনে একইভাবে টুইট করেছেন। দুজনেই লেখেন, ‘আমি কি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন?’ এটা লিখে তাঁরা বোঝাতে চেয়েছেন, আর্থিক অনিয়মের শাস্তি হিসেবে সিটির ২০১৩-১৪ মৌসুমের শিরোপা যদি কেড়ে নেওয়া হয়, তাহলে তো লিভারপুলকেই সেবারের চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে!

কঠিন শাস্তি হতে পারে ম্যানচেস্টার সিটির
ছবি : রয়টার্স

শেষ পর্যন্ত এটাই যদি হয়, তাহলে লেইভা, এনরিকেসহ তাঁদের সেই সময়কার সব সতীর্থই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবেন।

আরও পড়ুন