‘মেসি ও এমবাপ্পের মধ্যে কেউ সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিততে পারেন’

বিশ্বকাপ ফুটবল ঘিরে দেশের ক্রীড়াঙ্গনে উন্মাদনার কমতি নেই। প্রিয় দল, প্রিয় ফুটবলারদের নিয়ে সবারই আছে আবেগ আর প্রত্যাশা। আছে বিশ্বকাপ নিয়ে অনেক স্মৃতিও। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকাদের বিশ্বকাপ-ভাবনা নিয়ে এই আয়োজন। আজ শুনুন দেশসেরা নারী আর্চার দিয়া সিদ্দিকীর কথা—

দেশসেরা নারী আর্চার দিয়া সিদ্দিকীফাইল ছবি: প্রথম আলো

প্রশ্ন :

বিশ্বকাপের ম্যাচগুলো নিশ্চয় দেখছেন...

দিয়া সিদ্দিকী: আমি শুধু ফুটবল দেখিই না, ভীষণ উপভোগও করি। যদিও এবার বিশ্বকাপের মধ্যে আমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। সব ম্যাচ দেখতে পারছি না। তারপরও ফুটবলের প্রতি এত টান যে সময় বের করে আর্জেন্টিনা ও সৌদি আরবের ম্যাচটি দেখেছি। কিন্তু আমার মনটা খুব খারাপ ছিল।

প্রশ্ন :

কেন খারাপ ছিল?

দিয়া: কালকের (পরশু) রসায়ন প্রথম পত্রের পরীক্ষাটা একটু খারাপ হয়েছে। এরপর ফুটবলেও আমার দল আর্জেন্টিনা হেরেছে।

মেসির খেলা পছন্দ করেন দিয়া সিদ্দিকী
ফাইল ছবি

প্রশ্ন :

আর্জেন্টিনার খেলা ভালো লাগার কারণ?

দিয়া: আমি যখন বুঝতে শিখেছি, তখন থেকেই আর্জেন্টিনার সমর্থক। ছোটবেলায় বাবা আমাকে একটা আর্জেন্টিনার জার্সি কিনে দেন। ওই জার্সিতে ছিল লিওনেল মেসির ছবি। ওই সময় আর্জেন্টিনা দলের একজনকেই চিনতাম। এরপর থেকে সব সময় আর্জেন্টিনার খেলা দেখি।

প্রশ্ন :

কোনো মজার স্মৃতি মনে পড়ে?

দিয়া: ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে আমরা ম্যাচের দিন রং দিয়ে মুখের এক দিকে আর্জেন্টিনার পতাকা আঁকতাম। বালতি, থালা-বাসন দিয়ে বাজনা বাজাতাম। ব্রাজিল হেরে গেলে আর্জেন্টিনার সমর্থকদের খ্যাপাতাম। এবার সৌদি আরব জিতেছে, মনে হচ্ছে ব্রাজিল জিতেছে। বাড়িতে আমার ছোট ভাই সাজিদ বলে, ‘তোমরা আর্জেন্টিনা, তোমরা বলবা—আর জিতি না।’

আর্জেন্টিনা দলের খেলা ভালো লাগে দিয়া সিদ্দিকীর
ফাইল ছবি

প্রশ্ন :

প্রথম বিশ্বকাপ দেখার কথা মনে আছে?

দিয়া: সেভাবে মনে নেই। তবে দেখতাম গোল হলেই সবাই জোরে চিৎকার করে উঠত।

প্রশ্ন :

প্রথম কার খেলা ভালো লেগেছিল?

দিয়া: আগে জার্মানির মেসুত ওজিলের খেলা ভালো লাগত। ওজিল অবসর নেওয়ার পর এখন মেসির জন্যই খেলা দেখি।

এমবাপ্পে ও মেসির মধ্যে কেউ সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার জিততে পারেন বলে মনে করেন দিয়া সিদ্দিকী
ফাইল ছবি

প্রশ্ন :

কারা এবার চ্যাম্পিয়ন হতে পারে?

দিয়া:  এখন বুঝতে পারছি না কারা চ্যাম্পিয়ন হবে। তবে ফ্রান্স, জার্মানি, ব্রাজিল বা আর্জেন্টিনা—এই চার দলের কেউ চ্যাম্পিয়ন হতে পারে।

প্রশ্ন :

সর্বোচ্চ গোলদাতার পুরস্কার কে জিততে পারেন?

দিয়া: কিলিয়েন এমবাপ্পে, লিওনেল মেসির মধ্যে কেউ পেতে পারে এই পুরস্কার।

মেসির সেরা হওয়ার সম্ভাবনা দেখেন দিয়া
ফাইল ছবি

প্রশ্ন :

সেরা খেলোয়াড়?

দিয়া: ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি, এমবাপ্পে, নেইমার, দি মারিয়া তাঁদের একজন হতে পারেন সেরা।