ঘটনাবহুল এক ম্যাচ!
মোহামেডানের ১০ জনের দল হয়ে পড়েও এগিয়ে যাওয়া এবং এগিয়ে যাওয়ার পর পেনাল্টি থেকে সোলেমান দিয়াবাতের গোল না পাওয়া; কত–কীই না ঘটেছে ম্যাচে।
২১ মিনিটে রাকিব হোসেনকে ফাউল করে লাল কার্ড দেখলেন মোহামেডানের গোলকিপার সুজন হোসেন। লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ১০ জন নিয়ে খেলা যে ভীষণ কঠিন, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু কুমিল্লার ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ১০ জনের দল নিয়েই কিংসের বিপক্ষে দুর্দান্ত খেলল সাদা–কালোরা। সমানতালে বললে ভুল হবে, কিংসের চেয়ে বরং অনেক বেশি কার্যকর ফুটবলই খেলল তারা। দারুণ খেলে কুমিল্লার মাঠে লিগের বর্তমান চ্যাম্পিয়ন কিংসকে ১–০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেল মোহামেডান। ম্যাচের ৫৮ মিনিটে অধিনায়ক সোলেমান দিয়াবাতে করেছেন দলের জয়সূচক গোলটি।
কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মাঠ ভালো ফুটবলের অনুপযোগী, সেটি বোঝা গিয়েছিল মঙ্গলবার ফেডারেশন কাপের শুরুর দিনই। আজ কিংস–মোহামেডান ম্যাচে মাঠ বড় ফ্যাক্টর হয়নি। বরং খারাপ মাঠেই দুই দল নিজেদের উজাড় করে দিয়েছে। স্টেডিয়ামে দর্শক এসেছে যথেষ্টই। পুরো ম্যাচেই ছিল উত্তেজনা আর রোমাঞ্চ। ১০ জনের দল নিয়ে মোহামেডানের খেলোয়াড়দের চমৎকার পারফরম্যান্স ম্যাচটিকে করে তুলেছিল আরও অনেক বেশি আকর্ষণীয়। কুমিল্লার দর্শকেরা আজ লিগের সেরা দুই দলের মধ্যে দারুণ এক ম্যাচই উপভোগ করেছেন।
২১ মিনিটে রাকিব হোসেন পেছন থেকে আসা একটি থ্রু বল ধরতে গিয়ে মোহামেডানের গোলকিপার সুজনের সঙ্গে ওয়ান টু ওয়ান পজিশনে চলে এসেছিলেন। সুজন গোল ছেড়ে বেরিয়ে এসে বল ফেরানোর চেষ্টায় রাকিবকে ফাউল করে বসেন। তিনি ফাউলটা করেছিলেন ডি–বক্সের বাইরেই। তাই রেফারি সাইমনের হাতে তাঁকে লাল কার্ড দেখানো ছাড়া কোনো বিকল্প ছিল না। এত দ্রুত ১০ জনের দল হয়ে যাওয়া মোহামেডান শক্তিশালী কিংসের বিপক্ষে লড়াই করতে পারবে কি না, সমর্থকদের মনে যখন এমন প্রশ্ন, তখন দলের ত্রাণকর্তা হয়েই যেন মাঠে নামলেন বদলি গোলকিপার সাকিব আল হাসান। আরিফ হোসেনের বদলে সাকিব নেমে রক্ষণের শক্তি যেন আরও বাড়িয়ে দিয়েছিলেন মোহামেডানের। কিংসের বেশ কয়েকটি নিশ্চিত গোল ঠেকান তিনি। দু–একটি সেভ তো ছিল অবিশ্বাস্য। ম্যাচটা বুঝে উঠতে মোহামেডান প্রথমার্ধের বাকি সময়টা নিয়েছিল। দ্বিতীয়ার্ধে পুরোপুরি ভিন্ন মোহামেডানের মুখোমুখি হয় কিংস।
দ্বিতীয়ার্ধে ফরোয়ার্ড ইমানুয়েল সানডের বদলে রহিমউদ্দিনকে মাঠে নামান কোচ আলফাজ। রহিমউদ্দিন মাঠে নেমেই তাঁর গতি দিয়ে দলকে উজ্জীবিত করেন। মাঝমাঠে উজবেকিস্তানের মোজাফফরভ তো ছিলেনই। মোহামেডানের খেলোয়াড়েরা তাড়াহুড়া না করে অপেক্ষায় ছিলেন সুযোগের, চেষ্টা করেছেন কিংসের মাঝমাঠ ও রক্ষণের ফাঁক খুঁজে বের করার। তবে কিংসের সমর্থকেরা দোষারোপ করতে পারেন জারেদ খাসা, মিগুয়েল ফেরেইরা, জোনাথন ফার্নান্দেজ কিংবা ফয়সাল আহমেদ ফাহিম, রাকিবদের। গোলের সুযোগ বারবারই এসেছে তাঁদের। কিন্তু মোহামেডানের রক্ষণের সামনে কিংসের ফরোয়ার্ডদের সমন্বয়ের অভাবটা ছিল স্পষ্ট।
ম্যাচের ৫৮ মিনিটে অনেকটা নিচ থেকে রহিমউদ্দিন দারুণ এক থ্রু বাড়ান কিংসের বক্সের মাথায়। লক্ষ্য ছিলেন দিয়াবাতে। মোহামেডানের এই মালিয়ান ফুটবলার দারুণভাবে কিংসের নাইজেরিয়ান ডিফেন্ডার ইজেহকে বোকা বানিয়ে বল সোজা ঠেলে দেন গোলে। ১–০ গোলে এগিয়ে যাওয়ার পরও সর্বশেষ তিনটি কাপ ফাইনালে কিংসের বিপক্ষে হেরেছে মোহামেডান। এ ম্যাচেও এমন কিছু হয় কি না, সেই শঙ্কা ছিলই। একে তো ১০ জনের দল মোহামেডান, তার ওপর কিংসের শক্তিমত্তা। কিন্তু ১–০ গোলে এগিয়ে গিয়েই বরং মোহামেডান আরও চমৎকার ফুটবল খেলল।
৭৪ মিনিটে স্কোরলাইন ২–০ করার দারুণ এক সুযোগ এসেছিল মোহামেডানের জন্য। ডান প্রান্ত দিয়ে রহিমউদ্দিন কিংসের বক্সের মধ্যে বল নিয়ে ঢুকে পড়লে তাঁকে ঠেকাতে ফাউলের আশ্রয় নেন কিংসের রিমন হোসেন। রেফারি পোনাল্টির বাঁশি বাজান। তবে সোলেমান দিয়াবাতের নেওয়া সেই পেনাল্টি ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন কিংসের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। এর পরপরই মোহামেডানের গোলকিপার অবিশ্বাস্যভাবে ঠেকান জারেদ খাসা আর মিগুয়েল ফেরেইরার জোড়া প্রচেষ্টা। ৮৯ মিনিটে রহিমউদ্দিন একটি থ্রু বল ধরে গোলকিপার মেহেদী হাসান শ্রাবণকে কাটিয়েও গোল করতে পারেননি। ৯০ মিনিটে ফাহিমের একটি কাটব্যাক থেকে কিংসের ফরাসি ফুটবলার জারেদ খাসার আরও একটি প্রচেষ্টা রোখেন সাকিব আল হাসান।
লিগের দ্বিতীয় ম্যাচেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে ম্যাচ নিয়ে কিছুটা অস্বস্তিতে ছিলেন কোচ আলফাজ আহমেদ। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা স্মরণীয়ই হয়ে রইল তাঁর দলের জন্য। প্রথম ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৬–০ গোলে হারানো মোহামেডান কিংসকে আজ হারিয়ে পয়েন্ট তালিকায় বড় সুবিধাই পেয়ে গেল।
ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জ এমএফএস ২–০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। মোহামেডানের মতো রহমতগঞ্জেরও এটি টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে ফর্টিসকে ৩–১ গোলে হারিয়েছিল রহমতগঞ্জ।