জাভির ‘ইউটার্নে’ গর্বিত লাপোর্তা

সংবাদ সম্মেলনে জাভি ও লাপোর্তা (বাঁয়ে)এএফপি

বার্সেলোনা তথা ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার আগেই খবরটি প্রকাশ পেয়ে যায়। জাভি তাঁর সিদ্ধান্ত বদলে মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন—বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর প্রকাশের পর কাতালুনিয়ার ক্লাবটি থেকে ঘোষণা আসে—বিকেলে বার্সেলোনা কোচ জাভি ও সভাপতি হোয়ান লাপোর্তা যৌথ সংবাদ সম্মেলন করবেন।

সেই সংবাদ সম্মেলনে জাভি দিয়েছেন সিদ্ধান্ত বদল করে তাঁর থেকে যাওয়ার ব্যাখ্যা আর বার্সেলোনা সভাপতি লাপোর্তা বলেছেন, জাভির এই ‘ইউটার্নে’ ক্লাব গর্বিত।
জানুয়ারি মাসে বার্সেলোনার যখন কঠিন সময় যাচ্ছিল, সেই সময় জাভি হঠাৎ করেই ঘোষণা দেন, তিনি মেয়াদ পূর্ণ হওয়ার আগেই চলতি মৌসুম শেষে কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। বর্তমান চুক্তি অনুযায়ী বার্সেলোনায় জাভির মেয়াদ আছে ২০২৫ সালের জুন পর্যন্ত। গত কয়েক সপ্তাহের বিভিন্ন সংবাদ সম্মেলনে জাভি বলে এসেছেন, তাঁর সিদ্ধান্ত বহাল আছে।

কিন্তু অবশেষে নিজের সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন জাভি। আজ সংবাদ সম্মেলনে এর কারণ ব্যাখ্যা করলেন এভাবে, ‘জানুয়ারিতে আমার মনে হয়েছিল, চলে যাওয়াই হবে সেরা সিদ্ধান্ত। কিন্তু এখন আমি এটাকে ভিন্নভাবে দেখছি।’

আরও পড়ুন
লাপোর্তার আলিঙ্গনে জাভি
এএফপি

জানুয়ারি মাসে কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। সেই মাসেই স্প্যানিশ সুপার কাপে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছে। এরপর জাভির দল ছিটকে গেছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে। লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে ৩–২ গোলে হেরেছে বার্সা। লা লিগার পয়েন্ট তালিকায় তারা দ্বিতীয় স্থানে থাকলেও শিরোপা জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। ৩২ ম্যাচ শেষে শীর্ষে থাকা রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে তারা। ৩২ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৮১, বার্সার ৭০।

এসব নিয়ে জাভি বলেছেন, ‘আমি মনে করি, আমরা এই প্রকল্পটা গড়ে তোলার জন্য এখনো যথেষ্ট শক্তিশালী। এ মৌসুমে আমরা যে শিরোপা জয়ের লক্ষ্য নির্ধারণ করেছিলাম, সেটা হয়তো অর্জন করতে পারিনি। কিন্তু আগামী মৌসুমে আমাদের আশা আছে এবং আমি মনে করি, বড় কিছু অর্জনের খুব কাছে আমরা।’

আরও পড়ুন
লাপোর্তাসহ বার্সেলোনার কর্মকর্তাদের সঙ্গে জাভি
এএফপি

জাভি দায়িত্ব নেওয়ার পর বার্সেলোনা গত মৌসুমে জিতেছে স্প্যানিশ সুপার কাপ ও লা লিগা। জাভির থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে কথা বলতে গিয়ে লাপোর্তা সবাইকে মনে করিয়ে দিলেন সেটিও, ‘প্রকল্পটি মূলত এক বছর আগে শুরু হয়েছে এবং এরই মধ্যে আমরা শিরোপা জিতেছি—একটি স্প্যানিশ সুপার কাপ ও লা লিগা। এটাকে আমি ঐতিহাসিকই বলব। কারণ, এটা কয়েক বছরের খরার পর এসেছে।’

লাপোর্তা এরপর যোগ করেন, ‘জাভি হার্নান্দেজের মতো একজন মানবিক গুণসম্পন্ন, জ্ঞানী ও বার্সেলোনার প্রতি প্রশ্নাতীত ভালোবাসাসম্পন্ন একজন কোচ পেয়ে আমরা গর্বিত।’

আরও পড়ুন